এইদিন ওয়েবডেস্ক,যশপুর(ছত্রিশগড়),০৬ জুলাই : বজ্রপাতে এক সঙ্গে ৪ শিশুর মৃত্যুর ঘটনা ঘটল ছত্রিশগড়ের যশপুর জেলায় । ঘটনাটি ঘটেছে যশপুর জেলার নারায়নপুর থানা এলাকার পাহাড় টোলী গ্রামে । মঙ্গলবার জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে মৃতদের নাম রাজকুমারী(৪), অনুজ(৫), সুন্দরী(৪) ও আকাশ(৭) । মর্মান্তিক ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে ।
পুলিশ সুত্রে খবর,পাহাড় টোলী গ্রামের ওই চার শিশু সোমবার সকালে বাড়ি থেকে বেড়িয়ে মাঠের উদ্দেশ্যে গিয়েছিল । দীর্ঘক্ষণ ধরে তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে । সেই সময় বজ্রপাতের পাশাপাশি মুশলধার বৃষ্টিপাত শুরু হয় । তারপর বৃষ্টি একটু কমতেই সন্ধ্যা নাগাদ পরিবারের লোকজন ক্যানেলের বাঁধের কাছে যেতেই মাঠের মধ্যে রাজকুমারী ও অনুজের নিথর দেহ পড়ে থাকতে দেখে । কিন্তু তাঁরা অনেক খোঁজাখুঁজি করেও সুন্দরী ও আকাশের কোনও সন্ধান পাননি ।
এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে আসে নারায়নপুর থানার পুলিশ । তারপর রাতভর চলে খোঁজাখুঁজি । শেষে মঙ্গলবার সকালে পুলিশ বাঁধের কাছে সুন্দরী ও আকাশের দেহ উদ্ধার করে । স্থানীয় বাসিন্দাদের অনুমান বজ্রপাতেই মৃত্যু হয়েছে ওই চার শিশুর । প্রাথমিক তদন্তে একই অনুমান পুলিশেরও ।
পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে । পৃথক চারটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।