এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,১৬ এপ্রিল : মঙ্গলবার সকালে শ্রীনগরের বাটওয়ারা এলাকার কাছে ঝিলম নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে । নৌকায় ভ্রমণকারী ৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে । আরও ৩ শিশু নিখোঁজ রয়েছে । শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ মোজাফফর জারগার জানিয়েছেন সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে,আজ সকালে শিশুসহ বহু মানুষ ওই নৌকায় চড়েছিল । সেই সময় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর জলে উল্টে যায়। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) কর্মীরা ঘটনাটি জানতে পেরে উদ্ধার অভিযান শুরু করে । চার স্কুল শিশুর দেহ উদ্ধার হয় এবং তিনজন শিশু এখনো নিখোঁজ রয়েছে।এখনও পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে । জানা গেছে,বহু স্কুল শিশু নিয়ে শ্রীনগরের গন্ডবাল থেকে বাটওয়ারা যাচ্ছিল নৌকাটি । নৌকায় প্রয়োজনের চেয়ে বেশি লোক থাকায় দুর্ঘটনাটি ঘটেছে নাকি জলের স্রোতের কারণে নৌকাটি ডুবে গেছে সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি । প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায় । পরে জম্মু ও কাশ্মীর পুলিশ ও এসডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছোয় । প্রসঙ্গত,জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে উপত্যকার প্রধান ঝিলম নদী উপচে পড়ছে। একই সঙ্গে ধারণক্ষমতার চেয়ে বেশি লোক বহনকারী নৌকা নদীতে চলাচল করে বলে অভিযোগ ।।
ছবি সৌজন্যে : জম্মু লিঙ্কস নিউজ ।