এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৮ জানুয়ারী : পাকিস্তানে সন্ত্রাসীদের ঘাঁটিতে ইরানের বিমান হামলার পর ইরানে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান । পাকিস্তানের বিমান হামলায় চার শিশু ও তিন নারী নিহত হয়েছে বলে জানিয়েছেন সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলী রেজা মারহামাতি । ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা আজ বৃহস্পতিবার সকালে জানিয়েছে, ইরান-পাকিস্তান সীমান্তের কাছে সারাভান শহরের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে ।
পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে যে পাকিস্তান বিমান বাহিনী ইরানের অভ্যন্তরে বিদ্রোহীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ইরানের হামলায় দুই শিশু নিহত হয়েছে। এরপর পাল্টা হামলা চালায় পাকিস্তান । ফলে পরমাণু অস্ত্রধারী ইসলামাবাদ ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ায় নতুন একটা যুদ্ধের ফ্রন্ট খোলার আশঙ্কার সৃষ্টি হয়েছে ।
ইতিমধ্যেই ইজরায়েল ও সন্ত্রাসী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য । তার আগে থেকেই শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ । এর মাঝে যদি পাকিস্তান ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে তো বিশ্বের জন্য মারাত্মক ক্ষতিকারক হবে বলে মনে করা হচ্ছে । এদিকে ইরান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা প্রস্তাব দিয়েছে চীন ।
চীনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ বৃহস্পতিবার এক সংবাদিক সম্মেলনে বলেছেন যে বেইজিং পাকিস্তান ও ইরানের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত। তিনি বলেছেন,’যদি উভয় পক্ষের প্রয়োজন হয়, আমরা পরিস্থিতি শান্ত করতে গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত। চীন আন্তরিকভাবে আশা করে যে উভয় পক্ষই উত্তেজনা বৃদ্ধি রোধ করতে শান্ত ও সংযম দেখাতে পারে।’
এদিকে, পাকিস্তানের একটি সিনিয়র নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে যে ইরানের যেকোনো প্রকার দুঃসাহসিক পদক্ষেপের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হবে।তার মতে, পাকিস্তান সেনাবাহিনী হাই অ্যালার্টে রয়েছে।
এদিকে, ইসলামাবাদ আজ ঘোষণা করেছে যে তারা ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে “সন্ত্রাসী” আস্তানাগুলির বিরুদ্ধে “নির্দিষ্ট, সম্পূর্ণ সমন্বিত এবং লক্ষ্যবস্তু” সামরিক হামলা চালিয়েছে । পাকিস্তানে “জইশ আল-আদল” গোষ্ঠীর অবস্থানে ইরানের বিপ্লবী গার্ড কর্পসের বিমান হামলার পরে এই পদক্ষেপ নেওয়া হয় । সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর আজকের হামলার পর,পাকিস্তান দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান ।।