এইদিন ওয়েবডেস্ক,দাওকি(মেঘালয়),২১ ফেব্রুয়ারী : ভারতের মেঘালয় ও বাংলাদেশের ঠিক সীমানা দিয়ে প্রবাহিত হয়েছে বিশ্বের সবচেয়ে স্বচ্ছ নদীর তকমা পাওয়া দাওকি নদী । যদিও নদীর আসল নাম উমঙ্গোট, তবুও পর্যটকদের কাছে এটি দাওকি নামেই পরিচিত । নদীর জল এতই স্বচ্ছ যে জলের নীচে যে প্রাণীগুলি সংসার পেতে বসে আছে তাদের রোজনামচা দেখা যায় খালি চোখে । আর এই নদীর টানে মেঘালয়ের পশ্চিম জয়ন্তী পাহাড়ের কোলে অবস্থিত শহর দাওকির একপ্রান্ত দিয়ে প্রবাহিত হওয়া দাওকি নদী দেখতে প্রতি বছর ভিড় জমায় লাখ লাখ পর্যটক ।
আজ ২১ ফেব্রুয়ারী, বুধবার,আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস । বাংলাদেশে আজ ছুটির দিন । সেই সুযোগে অন্তত ২৫-৩০ হাজার বাংলাদেশি পর্যটক ভিড় জমিয়েছে দাওকি নদী দেখতে । ভারতের তরফে রয়েছে হাতে গোন ৫০-৫৫ জন পর্যটক । তার মধ্যে পূর্ব বর্ধমান জেলার ভাতারের তিন পরিবারের ৯ জন সদস্য রয়েছেন ।
মেঘালয়ে ভারত-বাংলাদেশ সীমানায় কোনো তার কাঁটার বেড়া নেই । নদীর জলও শুকিয়ে গেছে । নদীর চড়ে পাথরের উপরে পাথর সাজিয়ে দু’দেশের সীমানা চিহ্নিত করে দেওয়া হয়েছে । ফলে সহজেই ভারতে ঢুকে পড়ছে বাংলাদেশি পর্যটকরা । পাশেই রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ক্যাম্প । কিন্তু সেখানে নজরদারির জন্য রয়েছে মাত্র ৪ জন জওয়ান । যেকারণে এত বিপুল সংখ্যক বাংলাদেশি পর্যটকদের বেআইননিভাবে ভারতে ঢুকে পড়া আটকাতে তাদের কার্যত হিমসিম খেতে হচ্ছে ।
উল্লেখ্য,দাওকি নদীর অবস্থান মেঘালয়ের জয়ন্তী ও খাসি পাহাড়ে মাঝ বরাবর। শিলং থেকে বাণিজ্যিক রুট ধরে ১০০ কিলোমিটার গেলেই মেঘালয়ের সীমান্ত শহরে দাওকি । শবুজ বনানী আচ্ছাদিত পাহাড়ে ঘেরা দাওকি শহরের মূল আকর্ষণ দাওকি নদী । নদীর জল এতটাই স্বচ্ছ যে নৌকার নীচে যে জলের আস্তরণ রয়েছে তা সহজে চোখে পড়ে না । এছাড়া আরও একটা আকর্ষণ রয়েছে এখানে । এখানে মেঘেরা যেন রাস্তা দিয়ে হেঁটে বেড়ায় । মেঘালয় রাজ্যে আর রাজ্যের এই নগর যেন রূপকথার মায়ারাজ্য । আর আর স্বপ্নের এই ছোট্টো শহরটির টানে প্রতি বছর দেশ ও বিদেশের অগনিত পর্যটক এখানে ভিড় জমান ।
দেখুন ভিডিও 👇
মেঘালয়ে ভারত-বাংলাদেশ সীমানায় দাওকি শহরে রয়েছে জাফলং জিরো পয়েন্ট। এখানেই স্বচ্ছ পরিচ্ছন্ন দাওকি বা উমঙ্গট নদী ভারতের সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে । দাওকি বাজার থেকে জাফলং জিরো পয়েন্ট দূরত্ব মাত্র এক কিলোমিটার। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানকার রাস্তা ঘাটে বিএসএফের জওয়ানরা সর্বদা সতর্ক থাকেন ।।