প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৪ জুন :পুলিশের সহযোগীতায় ঘরে ফেরা বিজেপিকর্মীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হল ৪ অভিযুক্ত । ধৃতদের নাম শক্তিপদ রায় ওরফে হলধর বাগদি, রজনী রায়, নারায়ণ রায় ওরফে গুজি ও হারু রায়। তাদের বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার উখরিদ গ্রামের পশ্চিমপাড়ায় ।খণ্ডঘোষ থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করে ।এই ঘটনা খণ্ডঘোষের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়েছে। অভিযোগকারীনি মহিলাকে ভীতি প্রদর্শন থেকে বিরত থাকা এবং ১৪ দিন গ্রামে না ঢোকার শর্তে সিজেএম ধৃতদের জামিন মঞ্জুর করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন থেকে সপরিবার ঘর ছাড়া হন বিজেপির ওই মহিলা কর্মী । গত ১৮ জুন পুলিশের সহযোগিতায় সপরিবার তিনি বাড়ি ফেরেন। অভিযোগ গত সোমবার তৃণমূলের লোকজন তাঁর বাড়িতে হামলা চালায়। তাঁকে মারধর করার পাশাপাশি তাঁর শ্লীলতাহানি পর্যন্ত করা হয় । এমনকি ।তাঁর স্বামীকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন উখরিদের ওই মহিলা বিজেপি কর্মী । তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমে পুলিশ চার জনকে গ্রেপ্তার করে ।।