প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৮ জুলাই : ড্রাগ কন্ট্রোল ব্যুরো ও পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযানে বৃহস্পতিবার গ্রেপ্তার হল শহর বর্ধমানের ৪ নকল স্যানিটাইজার কারবারী ।উদ্ধার হয়েছে ৩০০লিটার নকল স্যানিটাইজার ।এই ঘটনায় শহর বর্ধমানের বাসিন্দা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।
কোভিড অতিমারিতে চাহিদা বেড়েছে স্যানিটাইজারের।তারই সূযোগ নিয়ে শহর বর্ধমানে রমরমিয়ে চলছিল নকল স্যানিটাইজার বিক্রী। গোপন সূত্রে সেই খবর পৌছায় ড্রাগ কন্ট্রোল ব্যুরো ও পূর্ব বর্ধমানা জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চে । এদিন এই দুই দপ্তরের আধিকারিকরা যৌথ ভাবে শহর বর্ধমানের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। শহর বর্ধমানের কালিবাজার এলাকা নিবাসী প্রসেনজিৎ দাসের বাড়িতে অভিযান চালাতেই উদ্ধার হয় ২৫০ লিটার নকল স্যানিটাইজার। এরপর শহরের কল্যাণী মার্কেট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় আরো ৫০লিটার নকল স্যানিটাইজার। উদ্ধার হওয়া স্যানিটাইজার বাজেয়াপ্ত করা হয়েছে।
ড্রাগ কন্ট্রোল ইন্সপেক্টর কৌশিক মাইতি জানিয়েছেন ,গোপন সূত্রে খবর পাওয়ার পর এদিন বর্ধমান শহরের বেশ কয়েকটি জায়গায় নকল স্যানিটাইজার বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয়।অভিযানে প্রায় ৩০০ লিটার নকল স্যানিটাইজার উদ্ধার হয়েছে । তা বাজেয়াপ্ত করা হয়েছে।ওইসব স্যানিটাইজারের বোতল ও ড্রামে কোনো ব্যাচ নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ কিছুই থাকেনি। এমন স্যানিটাইজার বিক্রির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পাশাপাশি বাজেয়াপ্ত হওয়া সমস্ত স্যানিটাইজার পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।নকল স্যানিটাইজার বিক্রী বন্ধে এমন অভিযান জেলা জুড়ে চলবে বলে ড্রাগ ইন্সপেক্টর জানিয়েছেন ।।