দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ আগস্ট : রবিবার রাতে ৪ জনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ ধৃতদের তাপস দুলে(৪১), ভবেশ দুলে(৩৯), অভিজিৎ ভাগ(২৫) ও অরুন দাস(৩২) বলে চিহ্নিত করেছে । ধৃতদের মধ্যে প্রথম দুজনের বাড়ি বড়বেলুন গ্রাম,তৃতীয় জন নাসিগ্রাম এবং চতুর্থ জন নর্জা মোড়ের বাসিন্দা ।
পুলিশের দাবি,ধৃত চারজন রবিবার গভীর রাতে বড়বেলুন ও নাসিগ্রামের মাঝে গরুমারা ক্যানেলপুলের কাছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ৷ ভাতার থানার পুলিশের একটি টহলদারি ভ্যান ভাতার মালডাঙ্গা রোড ধরে নাসিগ্রামের দিকে যাওয়ার সময় বড়বেলুন ও নাসিগ্রামের মাঝে গরুমারা ক্যানেলপুলের কাছে তাদের দেখতে পায় । পুলিশকে দেখে দলের বাকিরা ছুটে পালিয়ে গেলেও ওই চারজন ধরা পড়ে যায় । ধৃতদের কাছ থেকে ভোজালি, লোহার রড, লাঠি প্রভৃতি ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা করে সোমবার বর্ধমান আদালতে পাঠানো হয় ।।