দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এক সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম প্রদীপ কোঁড়া, লাল্টু কোঁড়া, অসিনাথ কোঁড়া এবং হারুন কোঁড়া । ধৃতরা প্রত্যেকেই ভাতার থানার বড়বেলুন গ্রামের কোঁড়াপাড়ার বাসিন্দা । শনিবার রাতে গ্রেফতারের পর রবিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠিয়েছে পুলিশ ।
জানা গেছে,শনিবার বড়বেলুন গ্রামের কোঁড়াপাড়ায় গ্রাম্যদেবীর পুজো ছিল । প্রহৃত সিভিক ভলেন্টিয়ার উত্তম প্রামানিককের মা মায়াদেবী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন,ওইদিন সন্ধ্যা নাগাদ কয়েকজন স্থানীয় যুবক মদ্যপ অবস্থায় রাস্তায় নাচানাচি করছিল । সেই সময় তারা অশালীন আচরণ করলে উত্তম তাদের নিষেধ করে । আর সেই অপরাধে কয়েকজন মিলে উত্তমকে মারধর করে । তারপর ছেলে কোনো রকমে বাড়ি ফিরে এলে তাকে চিকিৎসার জন্য একটি টোটোয় করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । সেই সময় বেশ কয়েকজন এসে টোটো আটকে উত্তমকে ফের বেদম মারধর করে পালিয়ে যায় ।
জানা গেছে,এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভাতার থানার পুলিশ । তারপর পুলিশ আহত সিভিক ভলেন্টিয়ার উত্তম প্রামানিককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় । পরে প্রহৃত সিভিক ভলেন্টিয়ারের মা এনিয়ে থানায় অভিযোগ দায়ের করলে তাঁর অভিযোগের ভিত্তিতে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ ।।