এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৫ জুলাই : ডাকাতির আগে ৪ দুষ্কৃতিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ ৷ পুলিশ জানায় ধৃতদের নাম, হাসিবুর শেখ, শেখ মসলেউদ্দিন,বাপি শেখ ও রেজাউল শেখ । ধৃতদের মধ্যে প্রথম দু’জন মঙ্গলকোট থানার কুলসোনা গ্রামের বাসিন্দা । বাকি দু’জনের বাড়ি মাজিখারা গ্রামে । ধৃতদের কাছ থেকে ভোজালি, ছুরি, লোহার রড, দড়ি প্রভৃতি ডাকাতির সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ওই দুষ্কৃতিরা রাস্তায় গাড়ি আটকে লুটপাট চালানোর মতলব করছিল । রবিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে সকলকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয় ।
পুলিশ সুত্রে জানা গেছে,শনিবার রাতে গোপন সুত্র থেকে মঙ্গলকোট থানায় খবর আসে খুদরুন দিঘির পাড়ের কাছে ১০- ১২ জনের একটি দল জড়ো হয়ে রয়েছে । সেই সময় ওই এলাকাতেই টহলদারি চালাচ্ছিল মঙ্গলকোট থানার পুলিশের একটি টহলদারি ভ্যান । খবর পেয়ে ওই ভ্যানটি খুদরুন দিঘির কাছাকাছি যেতেই দুষ্কৃতিরা মাঠে মাঠে ছুটে পালাতে শুরু করে । পুলিশ তাদের পিছু ধাওয়া করে । বাকিরা পালাতে সক্ষম হলেও ৪ জন দুষ্কৃতি পুলিশের হাতে ধরা পড়ে যায় । পরে ধৃতরা পুলিশি জেরায় কবুল করে গাড়ি আটকে ডাকাতি করার জন্যই তারা জড়ো হয়েছিল । পুলিশ জানিয়েছে, বাকিদের সন্ধান চলছে ।।