এইদিন ওয়েবডেস্ক,ঝাড়গ্রাম(পশ্চিম মেদিনীপুর),২৫ জুন : ঝাড়গ্রামের কিশোরীকে অপহরণ করে পাচারের চেষ্টার মামলায় ৪ আসামিকে ২০ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিশেষ পকসো আদালতের বিচারক । পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্তদের নাম পিঙ্কি বিশাল, বাবর বেগ, অজয় দাশ এবং কৌশিক সিং। প্রত্যেকেই। ঝাড়গ্রামেরই বাসিন্দা । রাজ্য পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বলা হয়েছে,ঘটনাটি গত বছরের আগস্ট মাসের । ঝাড়গ্রাম থানা এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় ১৭ বছর বয়স্ক ওই কিশোরী । মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে একটি মামলা রজু করে কিশোরীর সন্ধানে অভিযান শুরু হয় । ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা বিশেষ তদন্তকারী দল গঠন করেন । মামলার তদন্তভার পড়ে ঝাড়গ্রাম থানার আইসি ইন্সপেক্টর বিপ্লব কর্মকারের উপর । শেষ পর্যন্ত খোঁজ মেলে অপহৃতা কিশোরীর ।
আরও বলা হয়েছে, ধরা পড়ে নারী পাচার-চক্রের চার পান্ডা পিঙ্কি বিশাল, বাবর বেগ, অজয় দাশ এবং কৌশিক সিং । প্রত্যেকেই ঝাড়গ্রামের বাসিন্দা। দ্রুত জমা পড়ে তথ্যসম্বলিত চার্জশিট। দিনকয়েক আগে মামলার রায় বেরিয়েছে । অভিযুক্ত চারজনকেই দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাবাসের সাজা শুনিয়েছেন বিশেষ পকসো (Protection of Children from Sexual Offences) আদালতের বিচারক। মাত্র দশ মাসের মধ্যে মানব পাচার মামলায় দোষীদের সাজা পাওয়ার ঘটনা পশ্চিমবঙ্গে সাম্প্রতিক কালে নজিরবিহীন বলে মন্তব্য করেছে রাজ্য পুলিশ ।।