এইদিন ওয়েবডেস্ক,বাঘলান,১৩ অক্টোবর : একের পর এক ভূমিকম্পের কবলে পড়ছে তালিবান শাসিত আফগানিস্তান । আজ শুক্রবার ফের ভূমিকম্প হয়েছে ওই দেশটিতে ৷ এবারে ভূমিকম্প কবলিত এলাকা হল বাঘলান প্রদেশ । এদিন ভোর সাড়ে ৪ টার দিকে বাঘলান ও পাঞ্জশির প্রদেশের কিছু অংশ কেঁপে ওঠে । ইউনাইটেড স্টেটস সিসমোলজিক্যাল সেন্টার (ইউএসজিএস) ঘোষণা করেছে ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ৪.৯,এর কেন্দ্র বাঘলানের দক্ষিণে মাটির ২০ কিলোমিটার গভীরে ।
যদিও এই ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতির কোনো বিবরণ এখনো পাওয়া যায়নি । এদিকে চলতি সপ্তাহে হেরাতে পিহামে ভূমিকম্পের পর ২,৪০০ জন মারা গেছে এবং ১,০০০ জনের বেশি আহত হয়েছে ।।