এইদিন ওয়েবডেস্ক,বিকানের,২৬ মার্চ : বিগত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে লাগাতার ভূমিকম্প অনুভূত হচ্ছে । রবিবার ফের ভুমিকম্প অনুভূত হয়েছে ভারতে । এবারে রাজস্থানের বিকানেরে এদিন ভোর ২.১৬ নাগাদ ভূকম্পন অনুভূত হয় । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির জানিয়েছে,কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.২ । এটির কেন্দ্রস্থল ছিল বিকানের থেকে ৫১৬ কিলোমিটার পশ্চিমে । তবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।
এর আগে গত মঙ্গলবার রাতে দিল্লি-এনসিআর, উত্তর প্রদেশ, জম্মু কাশ্মীর, হিমাচল, পাঞ্জাব, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড সহ উত্তর ভারত জুড়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল । সাম্প্রতিক সময় বিশ্বজুড়ে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প হতে দেখা গেছে । তার মধ্যে উল্লেখযোগ্য হল সিরিয়া ও তুরস্কের ভূমিকম্প । ৭.৮ মাত্রার ওই ভূমিকম্পে লক্ষাধিক মানুষ হতাহত হয় ।।