এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ জুলাই : বিস্ফোরক দাবি করলেন বলিউড সুপারস্টার তথা বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী । বুধবার বিকেলে কলকাতার হেস্টিংসে বিজেপির সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে মিঠুন বলেন, ‘একটা ব্রেকিং নিউজ দিচ্ছি । এই মূহুর্তে ৩৮ জন তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্কে আছে । তার মধ্যে ২১ জন আমার সঙ্গে ডাইরেক্ট । বাকিটা আপনি হিসাব করুন ।’ এদিকে মিঠুন চক্রবর্তীর এই দাবির পরেই মহারাষ্ট্রের ধাঁচে পশ্চিমবঙ্গেও সরকার পরিবর্তনের বিষয়ে জোর জল্পনা শুরু হয়ে গেছে । আর এই জল্পনাকে আরও উসকে দিয়ে মিঠুন বলেন,’সিনেমায় প্রথমে মিউজিক রিলিজ করা হয় । তারপর ট্রেলার । আর তারপর আসে সিনেমা । আজ মিউজিক রিলিজ করা হল।’ তিনি আরও বলেন, ‘মুম্বইয়েতে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম সেখানে বিজেপি-শিবসেনা সরকার হয়ে গিয়েছে । এখানেও কি হতে পারেনা ?’
পাশাপাশি এসএসসি নিয়োগ দূর্নীতি প্রসঙ্গে মিঠুন বলেন, ‘আপনি যদি দোষী না হন তাহলে চিন্তা করার কোনো কারন নেই । নিশ্চিন্তে ঘরে এসি চালিয়ে ঘুমিয়ে পড়ুন । কিন্তু দোষী হলে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও বাঁচাতে পারবে না ।’
উল্লেখ্য,২০২১ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী । বিগত বিধানসভা ভোটে দলের হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন । কিন্তু ভোটের ফলাফলে তৃণমূল জয়ী হওয়ার পর থেকে এযাবৎ রাজ্যে সেভাবে দেখা যায়নি মিঠুন চক্রবর্তীকে । ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে ফের তাঁকে দল রাজ্য রাজনীতিতে সক্রিয় করে তুলতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল ।।