এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,১৮ ফেব্রুয়ারী : গুজরাটের আহমেদাবাদে ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড এবং ১১ জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আহমেদাবাদের একটি বিশেষ আদালত । সেই সঙ্গে প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে । শুক্রবার বিশেষ আদালতের বিচারক এ আর প্যাটেল এই সাজা ঘোষণা করেন । সাজা ঘোষণার সময় সকল দোষী আদালতে উপস্থিত ছিলেন । আইন অনুসারে গুজরাট হাইকোর্টের দ্বারা মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে ।
প্রসঙ্গত,২০০৮ সালের ২৬ জুলাই আহমেদাবাদ শহরের বিভিন্ন এলাকায় ২০ টি ধারাবাহিক বোমা বিস্ফোরণ হয় । বিস্ফোরণে ৫৬ জন মারা গিয়েছিল এবং আহত হয়েছিল ২৪৭ জন নিরীহ নাগরিক । ঘটনার পর গুজরাট পুলিশ ও এটিএস যৌথভাবে তদন্তে নামে । তদন্তে সন্ত্রাসবাদী গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের নাম উঠে আসে । ইন্ডিয়ান মুজাহিদীন ছিল নিষিদ্ধ সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সিমির একটি অংশ । আহমেদাবাদে সিরিয়াল বিস্ফোরণের ঘটনা আদপে গোধরা পরবর্তী দাঙ্গার প্রতিশোধ নেওয়ার প্রচেষ্টা হিসাবে তখন দাবি করেছিল গুজরাট পুলিশ । ঘটনার পর তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ৭৭ জনকে গ্রেফতার করেছিল পুলিশ ।
গত ৮ ফেব্রুয়ারী ৪৯ জনকে দোষী সব্যস্ত করে আদালত । বাকি ২৮ অভিযুক্তকে বেকসুর মুক্তি দেওয়া হয় । দোষীদের বিরুদ্ধে ৩০২(খুন), ৩০৭ (হত্যার চেষ্টা), ১২ (ক) (যুদ্ধ চালানোর ষড়যন্ত্র বা জাতির বিরুদ্ধে যুদ্ধ চালানোর চেষ্টা),১২৪ (ক) (রাষ্ট্রদ্রোহ), ১৬(১)সহ একাধিক ধারায় মামলা রজু করা হয় । গত ১৪ ফেব্রুয়ারী মামলার প্রসিকিউশনের যুক্তি শেষ হয়েছিল এবং রায়ের জন্য অপেক্ষা করা হচ্ছিল । এদিন ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয় । বাকি ১১ জনকে মৃত্যু পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে । শাস্তির পাশাপাশি বিচারক এ আর প্যাটেল এই ঘটনায় মৃত এবং আহতদের বিভিন্ন ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন । বিস্ফোরণে নিহতদের ১ লাখ টাকা, গুরুতর আহতদের ৫০ হাজার টাকা ও অল্পবিস্তর আঘাতপ্রাপ্তদের ২৫ হাজার টাকা করর ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক ।।