সেখ মিলন,ভাতাড়(পূর্ব বর্ধমান),১৪ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার ভাতারে দুর্ঘটনার কবলে পড়ল একটি দুরপাল্লার যাত্রীবাহী বাস । দুর্ঘটনায় মোট ৩৭ জন জখম হয়েছে । তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক । দুর্ঘটনাটি ঘটে বুধবার রাত প্রায় ১০ টা নাগাদ বর্ধমান নতুনহাট বাদশাহী রোডের ভাতারের নতুনগ্রামের কাছে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভাতার থানার পুলিশ । আসে দমকলবাহিনীও । তারপর আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়
জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন,’মঙ্গলবার রাতে ভাতাড় থানার নতুনগ্রাম মোড়ে একটা বাস দুর্ঘটনা ঘটেছে । আমরা ৩৭ জনকে উদ্ধার করে প্রথমে ভাতাড় হাসপাতালে নিয়ে এসেছিলাম । সেখান থেকে ২৬ জনকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে । সবার চিকিৎসা চলছে,তাদের মধ্যে ২-৩ জনের অবস্থা গুরুতর । বাকিদের অল্পবিস্তর আঘাত ছিল, তাদের ভাতাড়ে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ।’ তিনি আরও বলেন,’ওই বেসরকারি বাসটি কলকাতা থেকে কাঁদি যাচ্ছিল । আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে দ্রুত গতির কারনেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়ে ।’ বাসের কোনো কর্মী আহতদের মধ্যে আছে নাকি তারা পালিয়ে গেছে তা এখনো স্পষ্ট নয় বলে তিনি জানিয়েছেন ।
জানা গেছে,মঙ্গলবার কলকাতার ধর্মতলা থেকে যাত্রী নিয়ে মুর্শিদাবাদের কাঁদির উদ্দেশ্যে রওনা হয় ওই বাসটি । বাদশাহীর রোড ধরে কান্দি অভিমুখে যাওয়ার সময় ভাতারের নতুনগ্রাম সংলগ্ন এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে । গতিবেগ এতটাই বেশি ছিল যে ডিভিসি সেচখাল টপকে গিয়ে বাসটি আছড়ে পড়ে । প্রথমে স্থানীয় বাসিন্দারা যাত্রীদের উদ্ধারে হাত লাগায় । পরে ভাতার থানার পুলিশ গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ।।