এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১৫ নভেম্বর :
আজ বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় প্রায় ২০০ ফুট খাদের নিচে যাত্রীবাহী বাস উলটে ৩৬ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও অন্তত ১৮ জন যাত্রী । জানা গেছে,৫৫ জন যাত্রী নিয়ে কিশতওয়ার থেকে জম্মু যাচ্ছিল বাসটি । বাসটি আসার (Assar) এলাকার ত্রংগালের(Trungal) কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের নিচে উলটে পড়ে । খবর পেয়ে
পুলিশ ও উদ্ধারকারী দল সহ স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায় । ডোডায় পুলিশ কন্ট্রোল রুম থেকে প্রাথমিক রিপোর্টে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারানোর জন্য শোক প্রকাশ করেছেন । সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ তিনি লিখেছেন,’জম্মু ও কাশ্মীরের ডোডায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনার কারণে মূল্যবান মানুষের ক্ষতির কথা জানতে পেরে গভীরভাবে মর্মাহত। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়দ উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। মৃত এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি ।’।