এইদিন ওয়েবডেস্ক,কানপুর(উত্তরপ্রদেশ),০৪ জুন : উত্তরপ্রদেশের কানপুর গ্রামাঞ্চলে শুক্রবার জুমার নামাজের পর দোকান বন্ধ করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । মসজিতে নামাজ পড়তে আসা লোকজন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ও পুলিশবাহিনীকে লক্ষ্য করে ব্যাপক ইঁটপাটকেল ছুড়তে শুরু করে বলে অভিযোগ । পালটা ইঁটপাটকেল ছোড়ে হিন্দুরাও । এতে ৬-৭ জন গুরুতর আহত হয়েছে । আহত হয়েছে ডজন খানেক পুলিশকর্মী । এই ঘটনায় এবার কড়া ব্যাবস্থা নিতে শুরু করে দিল কানপুর পুলিশ প্রশাসন । ঘটনার পর তিনটি এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ । এফআইআরগুলিতে ৪০ জনের নাম রয়েছে এবং ১০০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে । এযাবৎ গ্রেফতার করা হয়েছে ৩৫ জনকে । তাদের সকলের বিরুদ্ধে গ্যাংস্টার আইনে মামলা রজু করা হয়েছে ।পাশাপাশি অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বুলডোজার চালানোর প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন ।
ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নূপুর শর্মার কথিত বিবৃতির প্রতিবাদে শুক্রবার কানপুরের বেকনগঞ্জ বাজার বন্ধের ডাক দিয়েছিল জোহর ফ্যান অ্যাসোসিয়েশন এবং অন্যান্য মুসলিম সংগঠনগুলি । তবে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পরিপ্রেক্ষিতে সংগঠনটি শুক্রবারের পরিবর্তে রবিবার রাস্তায় নেমে প্রতিবাদের কথা ঘোষণা করে । কিন্তু শুক্রবার মসজিদে নামাজের পরেই শুরু হয় অশান্তি । নামাজের পর বিপুল সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমে আসে । তারা বেকনগঞ্জ থানা এলাকার খোলা থাকা দোকানপাট বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে অপরপক্ষের লোকজন বিরোধিতা করে । এনিয়ে সংঘর্ষ বেধে যায় । পাথর ছোড়ার ঘটনা ঘটে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশবাহিনী । জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ছুড়তে হয় ।
জানা গেছে,এই ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন মাধ্যম থেকে তোলা ভিডিওর ভিত্তিতে ৩৫ জনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে । বাকিদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে । সংবেদনশীল এলাকায় পিএসি মোতায়েন করা হয়েছে । পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের নেতৃত্বে এলাকায় টহল দিচ্ছে পুলিশবাহিনী । পুলিশ কমিশনার বিজয় সিং মীনা জানিয়েছেন,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে । পুলিশ যথেষ্ট ভিডিও ফুটেজ পেয়েছে। এর মাধ্যমে দাঙ্গাবাজদের চিহ্নিত করা হয়েছে । তাদের সবার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।।