এইদিন ওয়েবডেস্ক,কেরালা,১৩ এপ্রিল : প্রতিবন্ধী কিশোরকে হত্যার অভিযোগে সৌদি আরবের জেলে বন্দি কেরালার কোঝিকোড়ের বাসিন্দা আব্দুল রহিমকে বাঁচাতে কোটি কোটি টাকা ‘গণ অর্থায়ন’ (Crowd Funding) হয়েছে কেরালায় ।দীর্ঘ ১৮ বছর ধরে সৌদি আরবের জেলে বন্দি রয়েছেন ওই ব্যক্তি । সৌদির আইন অনুযায়ী ‘ব্লাড মানি’ বাবদ ৩৪ কোটি টাকা দিলেই তবে তিনি মুক্তি পাবেন । অবশেষে ‘গণ অর্থায়ন’-এ সেই টাকা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে ।
দৈনিক ভাস্করের প্রতিবেদনে জানা গেছে,কেরালার কোঝিকোড়ের বাসিন্দা আব্দুল রহিম ২০০৬ সালে ব্যক্তিগত গাড়ি চালকের ভিসায় রিয়াদে গিয়েছিলেন, যেখানে গাড়ি চালানো ছাড়াও তিনি একজন প্রতিবন্ধী কিশোরের যত্ন নিতেন। প্রতিবন্ধী ছেলেটি দুর্ঘটনায় মারা যায়, যার পরে আব্দুলকে কারাগারে রাখা হয়। প্রতিবন্ধী ছেলের পরিবার আব্দুলকে ক্ষমা করতে অস্বীকার করলে সেখানকার আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। আব্দুলকে শাস্তির হাত থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল পরিবার। অন্য কোনো উপায়ে অর্থ সঞ্চয় করতে না পেরে পরিবারের কাছে শেষ বিকল্প ছিল ‘ব্লাড মানি’ সংগ্রহ করা ।
অবশেষে আব্দুল রহিমের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় লিগ্যাল অ্যাকশন কমিটি ক্রাউড ফান্ডিং নামে একটা সংস্থা । সংস্থাটি সেভ আব্দুল রহিম অ্যাপের মাধ্যমে অর্থ সংগ্রহ শুরু করে । কমিটির সদস্য মিডিয়াকে বলেছেন,’রিয়াদের ৭৫ টিরও বেশি সংস্থা, কেরালা-ভিত্তিক ব্যবসায়ী ববি চেম্মান্নুর, রাজ্যের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাধারণ মানুষ আমাদের তহবিল সংগ্রহে সহায়তা করেছে ।’ এছাড়া কেরালার এক ব্যবসায়ী তার একটি পণ্য বিক্রি করে সংগৃহীত অর্থ দান করেছেন বলে জানানো হয়েছে ।
অবশেষে লিগ্যাল অ্যাকশন কমিটি ক্রাউড ফান্ডিং মাধ্যমে ৩৪ কোটি টাকা সংগ্রহ করেছে এবং বিদেশ মন্ত্রকের মাধ্যমে রিয়াদে ভারতীয় দূতাবাসে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এতে আব্দুলের মুক্তি সহজ হবে।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে দৈনিক ভাস্কর ।