শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১১ ফেব্রুয়ারী : আবারও পূর্ব বর্ধমান জেলা পুলিশের দুই আধিকারিক নিজেদের দায়িত্ব পালনে নজির গড়লেন । একদিকে পূর্ব বর্ধমানের ভাতার থানার ওসির তৎপরতায় অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা অন্যদিকে বিকল হাওয়া বাসের ৩২ জন মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর উদ্যোগ নিতে দেখা গেল গলসি থানার ওসিকে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমানের বর্ধমান এক ব্লকের জগদাবাদ হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী শ্রেয়া ব্যানার্জি। তাঁর মাধ্যমিকের সিট পড়েছিল ভাতারের মোহনপুর হাইস্কুলে। পরীক্ষার শুরুর আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই পরীক্ষার্থী। খবর পেয়ে পেয়ে তড়িঘড়ি ওই পরীক্ষা কেন্দ্রে পৌঁছান ভাতার থানার ওসি বুদ্ধদেব ঢুলি। অসুস্থ ওই ছাত্রীকে উদ্ধার করে নিজের গাড়ি করে নিয়ে যান বনপাস কামারপাড়া স্বাস্থ্যকেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন ওই পরীক্ষার্থী। বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই পরীক্ষার্থীর স্বাস্থ্য কেন্দ্রেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। কড়া পুলিশি পাহারা ও দায়িত্বে থাকা শিক্ষকদের উপস্থিতিতে মাধ্যমিকের দ্বিতীয় দিনে ওই পরীক্ষার্থী স্বাস্থ্য কেন্দ্রে বসেই পরীক্ষায় দিলেন। ভাতার থানার পুলিশের দায়িত্বশীল কর্তব্যের প্রশংসা করেছেন ওই পরীক্ষার্থীর অভিভাবক। ভাতার থানার পুলিশের সক্রিয় ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ওই ছাত্রীর মা।
অন্যদিকে পূর্ব বর্ধমানের গলসি থানার ওসি অরুণ কুমার সোমের কর্তব্য নিষ্ঠার নজির লক্ষ্য করা গেল আজ । জানা গেছে, গলসির উচ্চগ্রাম হাই স্কুল থেকে ৩২ জন পরীক্ষার্থী গলসি উচ্চ বিদ্যালয়ে বাসে চড়ে পরীক্ষা দিতে আসছিলেন। কিন্তু গলসির বন সোজাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকা আসতেই হঠাৎ বাসটি বিকল হয়ে যায়। এরপরই ওই পরীক্ষার্থীরা পায়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয় । ফলে নির্ধারত সময়ে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়ে । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গলসি থানার ওসি অরুণ কুমার সোম। বিপাকে পড়া পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করতে তাদের সঙ্গে কথা বলে সাহস যোগায় ওসি। এরপরই অরুণ বাবুর নির্দেশে গলসি থানার পাঁচটি পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। নির্দিষ্ট সময়ের মধ্যেই ৩২ জন মাধ্যমিক পরীক্ষার্থীদের পুলিশের গাড়িতে পৌঁছানো হয় গলসি উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের ভাতার ও গলসি থানার দুই পুলিশ আধিকারিকের এই প্রকাত দায়িত্বশীলত ভূমিকা নজর কেড়েছেন জেলাবাসীর।।