এইদিন ওয়েবডেস্ক,বৈরুত,১০ নভেম্বর : লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তাদের দেশে ইসরায়েলি সেনাবাহিনীর সাম্প্রতিক হামলার ফলে হিজবুল্লাহর ৩৩ জন সন্ত্রাসবাদী খতম হয়েছে ৷ এএফপি জানিয়েছে, লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ৯ নভেম্বর শনিবার এসব হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় ১৯০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে, ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা এই এলাকায় হিজবুল্লাহ ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন যে বেসামরিক হতাহত রোধ করার জন্য, তারা এই হামলার আগে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে এই হামলার ফলে তারা হিজবুল্লাহ গোলাবারুদের একটি গুদাম ধ্বংস করেছে। এদিকে লেবাননের গণমাধ্যম জানিয়েছে, এসব হামলার পর এসব এলাকায় ব্যাপক দাবানলের ঘটনা ঘটেছে। দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়ার মধ্যে এই হামলা হল । সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত, বিশেষ করে গত ছয় সপ্তাহে লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত তিন হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে লেবানন কর্তৃপক্ষ ।।