এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,০৯ আগস্ট : চীনের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের জেরে বিধ্বংসী বন্যায় ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৮ জন নিখোঁজ রয়েছে । জানা গেছে,ভারী বৃষ্টিপাত এই দেশের রাজধানী বেইজিংয়ের পশ্চিমে পার্বত্য শহরতলির এলাকাগুলিকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে । যার ফলস্বরূপ ৫৯,০০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং আরও ১,৫০,০০০ ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । এ ছাড়া এই এলাকার ৩৭ হাজার হেক্টর কৃষি জমিও নষ্ট হয়েছে বলে খবর ।
বেইজিংয়ের ভাইস মেয়র জিয়া লিনমাও সাংবাদিক সম্মেলনে বলেছেন,অনেক রাস্তা এবং ১০০ টিরও বেশি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে । আমি তাদের প্রতি গভীর সমবেদনা জানাতে চাই যারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন
উল্লেখ্য,গত এক সপ্তাহ ধরে চীনের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে । সাম্প্রতিক বছরগুলোতে এটাই সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে মনে করা হচ্ছে । বেইজিং কর্মকর্তারা গত সপ্তাহে বলেছিলেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে গত মাসে ১৪৭ জন মারা গেছে বা নিখোঁজ হয়েছে । বেইজিংয়ের পার্শ্ববর্তী হেবি প্রদেশে ১৫ জন মারা গেছে এবং ২২ জন নিখোঁজ রয়েছে । জিলিনের উত্তর-পূর্বে ১৪ জন প্রাণ হারিয়েছেন এবং একজন নিখোঁজ হয়েছেন । এর আগে ১৯৯৮ সালে চীনে ভয়াবহ বন্যা হয় । যাতে ৪,১৫০ জন মারা যায় । পরে ২০২১ সালে বন্যার কারণে হেনান প্রদেশে ৩০০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল ।।