এইদিন ওয়েবডেস্ক,নোয়াখালী,১১ এপ্রিল : বাংলাদেশে মাদকের রমরমা বাজার । বিশেষ করে ‘ইয়াবা’ নামে এক প্রকার ট্যাবলেট জাতীয় মাদকের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে দেশটিতে । অনান্য মাদকের থেকে ইয়াবার দামও বেশি সেখানে । আর এই বিশেষ ট্যাবলেট পাচারের জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করে থাকে বাংলাদেশের মাদক পাচারকারীরা । কখনো পায়ূপথের ভিতরে অথবা কখনো পেট কেটে শরীরের ভিতরে এই ট্যাবলেট ভরে এনে পাচার করার কথা আকছার শুনতে পাওয়া যায় । বাংলাদেশের নোয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এমন এক মহিলাকে গ্রেফতার করেছে যার পেটের ভিতর থেকে উদ্ধার হয়েছে ৩২৪০ টি ইয়াবা ।
বছর বাইশের ওই মহিলার নাম সীমা আক্তার । তিনি কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইটকং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া গ্রামের বাসিন্দা । সোমবার বিকেলে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । আজ মঙ্গলবার দুপুরে ধৃত মহিলাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় ।
এদিন বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ সাংবাদিকদের জানান,গোপন সূত্রে খবর পেয়ে সীমা আক্তার নামে ওই মহিলাকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় । মহিলার কোলে বছর দুয়েকের এক শিশুসন্তান ছিল । প্রথমে ওই মহিলা ইয়াবা পাচারের কথা অস্বীকার করলেও পরে চেপে ধরতেই নিজের অপরাধের কথা কবুল করেন । তারপর মহিলাকে নোয়াখালী জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তার পেটে অস্ত্রোপচার করা হলে ৭২ টি পুঁটলি উদ্ধার হয় । প্রতি পুঁটলিতে ৪৫ টি করে মোট ৩২৪০ টি ইয়াবা ট্যাবলেট ছিল ।
আবদুল হামিদ আরও জানান,প্রাথমিক জেরায় ওই মহিলা কবুল করেছেন যে তিনি টেকনাফ থেকে ইয়াবা এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতেন । ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু করা হয়েছে ।।