এইদিন ওয়েবডেস্ক,মিশর,২৮ অক্টোবর : মিশরের বেহেইরা অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬০ জন ৷ বেহেইরা অঞ্চলের একটি মহাসড়কে একযোগে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে । জানা গেছে, আজ শনিবার (২৮ অক্টোবর) সকালে রাজধানী কায়রোগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ওপর দাঁড় করিয়ে রাখা কটি গাড়িতে সজোরে আঘাত হানে । এরপর আরও কয়েকটি গাড়ি প্রচণ্ড গতিতে ওই দুই গাড়ির ওপর আছড়ে পড়ে। এতে একাধিক গাড়িতে আগুন ধরে যায়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী,মোট ২৯টি গাড়ির মধ্যে এদিন সংঘর্ষ হয়েছে । এর মধ্যে একটি যাত্রীবাহী বাসসহ ছয়টি গাড়ি আগুনে পুড়ে গেছে । দুর্ঘটনায় অন্তত ১৮ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে ।
দূর্ঘটনাস্থলটি রাজধানী কায়রো থেকে অন্তত ১৬০ কিলোমিটার উত্তরে । দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল । হতাহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
প্রসঙ্গত,আরব-আফ্রিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ হল মিশর । ফলে মিশরে সড়ক দূর্ঘটনা আকছার ঘটে । তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে ৭ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে ।।