এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,২২ জুন : চীনের উত্তর- পশ্চিম নিংজিয়া অঞ্চলে বুধবার রাতে একটি বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে ৩১ জনের মৃত্যু হয়েছে । রাষ্ট্র-চালিত সিনহুয়া নিউজ এজেন্সি বৃহস্পতিবার জানিয়েছে,বুধবার রাত্রি ৮ টা ৪০ নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে । নিংজিয়া অঞ্চলের রাজধানী ইনচুয়ানে বিস্ফোরণটি রেস্তোরাঁয় তরল পেট্রোলিয়াম গ্যাস ট্যাঙ্কের লিক হওয়ার কারণে হয়েছিল । আগুনে পুড়ে এবং ভাঙা কাঁচে গুরুতর জখম হয়ে এখনো সাতজন হাসপাতালে চিকিৎসাধীন বলে প্রতিবেদনে বলা হয়েছে ।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিংপিং আহতদের চিকিৎসার জন্য কর্তৃপক্ষকে সর্বাত্মক পদক্ষেপ নিতে বলেছেন এবং প্রধান শিল্প ও সেক্টরে নিরাপত্তা তদারকি জোরদার করতে হবে বলে নির্দেশ দিয়েছেন । মিডিয়া রিপোর্ট অনুসারে, নিংজিয়া অঞ্চলের রাজধানী ইনচুয়ানের বারবিকিউ শপ স্থানীয়ভাবে খুবই জনপ্রিয় । পিক ডাইনিং আওয়ারে বিস্ফোরণটি ঘটার কারনে হতাহতের সংখ্যা বেশি । নিহতদের মধ্যে উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা রয়েছে বলে জানা গেছে ।
প্রসঙ্গত,চীনে গ্যাস এবং রাসায়নিক বিস্ফোরণের কারণে হতাহতের ঘটনা নতুন নয় । চীনের উত্তরের বন্দর শহর তিয়ানজিনে ২০১৫ সালে ধারাবাহিক বিস্ফোরণে ১৭৩ জন নিহত হয় ।।