এইদিন ওয়েবডেস্ক,বিজাপুর,০৯ ফেব্রুয়ারী : ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে খতম ৩১ জন মাওবাদীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী । বিজাপুর জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে এই এনকাউন্টার পরিচালনা করা হয় । দুর্ভাগ্যজনকভাবে এনকাউন্টার পরিচালনার সময় দুই সেনাও শহীদ হয়েছেন । আহত হয়েছেন আরও দুই সেনা জওয়ান । আহত সৈন্যদের এনকাউন্টার স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য জগদলপুর থেকে একটি এমআই-১৭ হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে জানা গেছে ।
সংঘর্ষের বিষয়ে বিস্তারিত জানিয়ে বস্তার ডিভিশনের আইজি সুন্দর রাজ বলেন, বিজাপুর জেলার জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে বিপুল সংখ্যক মাওবাদী জড়ো হওয়ার খবর পেয়ে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং বাস্তার ফাইটারদের একটি যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান চালায়। তিনি বলেন, বাহিনীকে দেখতে পেয়ে মাওবাদীরা গুলি চালায় এবং এলাকায় তল্লাশি চালিয়ে ভয়াবহ সংঘর্ষের পর এখন পর্যন্ত ৩১ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
৩১টি মৃতদেহের পাশাপাশি, পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে, যার মধ্যে রয়েছে ব্যারেল গ্রেনেড লঞ্চার (BGL),একে-৪৭ এর মতো অ্যাসল্ট রাইফেল, সেলফ-লোডিং রাইফেলস (SLR), ইন্সাস (ইন্ডিয়ান স্মল আর্মস সিস্টেম) এবং ৩০৩ রাইফেল।
সুন্দররাজ বলেন, ঘটনার পরপরই সংঘর্ষস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। যেহেতু বাহিনী এখনও জঙ্গলের ভেতরে রয়েছে, তাই পুলিশের আইজি বলেন, তিনি সংঘর্ষের স্থান এবং অন্যান্য বিবরণ প্রকাশ করছেন না ।।

