এইদিন ওয়েবডেস্ক,পাণ্ডবেশ্বর(পশ্চিম বর্ধমান),০৭ আগস্ট : ব্যাঙ্কে ৪ লাখ টাকা জমা করার কয়েক ঘন্টা পরেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ৩০ হাজার টাকা । এই ঘটনায় ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন গ্রাহক । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার খনি অঞ্চল পাণ্ডবেশ্বর এলাকায় । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এদিকে এই ঘটনার কথা চাওড় হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
শনিবার সকালে পাণ্ডবেশ্বর থানার রামনগর কোলিয়াড়ির ৩ নম্বর এলাকার বাসিন্দা সন্দীপ চট্টোপাধ্যায় নামে জনৈক এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি জানান,পান্ডবেশ্বর এলাকায় একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে । শুক্রবার সকাল ১১ টা নাগাদ নিজের ওই অ্যাকাউন্টে ৪ লক্ষ টাকা জমা করেছিলেন । টাকা জমা হয়ে যাওয়ার পর তাঁর পাসবই আপডেটও করে দেওয়া হয় । সেখানে সঠিক মূল্যই প্রিন্ট হয়েছিল । কিন্তু ওইদিন সন্ধ্যা নাগাদ ব্যাঙ্কের ম্যানেজারের ফোন আসে । ম্যানেজার জানায় তিনি নাকি ২ হাজার টাকা কম জমা করেছেন ।
সন্দীপবাবুর কথায়, ‘আমি তখন ব্যাস্ত থাকায় ব্যাঙ্ক ম্যানেজারকে বলি, পরে ফোন করছি । কিন্তু কিছুক্ষণ পরেই ফের ব্যাঙ্ক ম্যানেজার আমায় ফোন করেন । বলেন ২ হাজার নয় আসলে আমি নাকি ৩০ হাজার টাকা কম দিয়েছি । এরপর উনি আমাকে ব্যাঙ্কে যেতে বলেন । এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে আমি ব্যাঙ্কে ছুটে যাই । গিয়ে দেখি আমার অ্যাকাউন্টে ৩০ হাজার টাকা কম রয়েছে । ওই টাকা কিভাবে উধাও হল ম্যানেজারের কাছে জানতে চাই । তখন ম্যানেজার আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন ।’
এদিন সকালে এনিয়ে ওই বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজারের বিরুদ্ধে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সন্দীপবাবু । পুলিশের কাছে তিনি যাবতীয় প্রমানের প্রতিলিপিও জমা করেন । যদিও এই অভিযোগ প্রসঙ্গে ব্যাঙ্ক ম্যানেজারের কোনও মতামত পাওয়া যায়নি ।।