প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৫ জুন : ভিন রাজ্য হয়ে আসা মানুষজনের থেকে এই রাজ্যে ’কোভিড ’ সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল ।সেই আশঙ্কা যে অমূলক ছিল না তার প্রমাণ মিললো পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে।ভিন রাজ্য থেকে এসে পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুরের একটি ইটভাটায় কর্মরত ৩০ জন পরিযায়ী শ্রমিকের একসাথে ’কোভিড পজিটিভ ’ধরা পড়েছে । এই ঘটনা উদ্বেগ বাড়িে দিয়েছে স্বাস্থ্য দপ্তরের । যদিও ব্লক স্বাস্থ্য দপ্তরের দাবি, করোনা আক্রান্ত ইটভাটা শ্রমিকদের শারীরিক অবস্থা ভালো রয়েছে ।কারুর তেমন কোনও সমস্যা নেই ।তবে ইটভাটা শ্রমিকদের থেকে সংক্রমণ যাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে না পড়ে সেই ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের লোকজন সজাগ দৃষ্টি রেখেছেন । এক জায়গায় থাকা এতজন মানুষের একসঙ্গে ‘কোভিড পজিটিভ’ ধরা পড়াটাই স্বাস্থ্য দপ্তরের কর্তাদের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ।
ব্লক স্বাস্থ্য আধিকারিক মহম্মদ নৌমান শেখ বলেন,‘ওই ইঁটভাঁটায় থাকা একজন প্রথম কোভিড পরীক্ষা করান তার কোভিড রিপোর্ট ‘পজিটিভ’ হয়।এর পরেই বিষয়টিকে হালকা ভাবে না নিয়ে ব্লক হাসপাতালের মেডিকেল টিম পরপর দুদিন ওই ইটভাটায় যায়। ইটভাটায় থাকা ১৬৫ জনের ’অ্যান্টিজেন’ ও ’আরটিপিসিআর’ পরীক্ষা করা হয়। তাতেই ৩০ জনের ’কোভিড পজিটিভ’ ধরা পড়ে ।
বিএমওএইচ বলেন, ‘তবে ইটভাটার কারোর শরীরে তেমন কোনো সমস্যা নেই। আক্রান্তদের সকলকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে । তাঁদের নিয়মিত পর্যবেক্ষণেও রাখা হচ্ছে ।’
ইটভাটার ম্যানেজার বৈদ্যনাথ সরকার বলেন, ‘আক্রান্তদের হালকা জ্বর ছাড়া তেমন আর
কোন উপসর্গ নেই। একই সঙ্গে তিনি জানান ,
তাঁদের ইটভাটার যেসব শ্রমিক কর্মচারীদের
কোভিড পরীক্ষার রিপোর্ট ’পজিটিভ’ এসেছে তাদের ইঁটভাটার বিভিন্ন ঘরে আলাদা আলাদা করে রাখা হয়েছে ।ইটভাটার অন্য কর্মকর্তারা বলেন ,’কোভিড অতিমারি করণে রাজ্য সরকার বিধিনিষেধ জারি করায় এখন বাস ,ট্রেন চলাচলও বন্ধ রয়েছে । সেই কারণে বর্ষা শুরু হয়ে যাওয়া সত্ত্বেও ভিন রাজ্যের শ্রমিকরা তাঁদের নিজের নিজের বাড়ি ফিরে যেতে পারে নি । তাই ইট ভাটাতেই তারা রয়ে আছে । রিপোর্ট পজিটিভ ধরাপড়া কাউকেই ইটভাটার বাইরে যেতে দেওয়া হচ্ছে না । বাইরে কাউকেও ইটভাটার ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না ।’।