এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ ফেব্রুয়ারী : কলকাতা লেদার কমপ্লেক্সের ৭ নম্বর জোনের ৭৭৪ নম্বর ট্যানারির বর্জ্য নিষ্কাশনের পাইপ লাইনে পরিষ্কার করতে নেমে মৃত্যু হল ৩ জন শ্রমিকের । মৃতরা হলেন, ফাইজান শেখ, হাজী সেখ এবং সুমন সর্দার । তদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি মুর্শিদাবাদে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলবাহিনী ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ । এরপর মৃতদেহগুলি উদ্ধার হয় । পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ট্যানারির দায়িত্বে থাকা লোকজনদের ।
পরে আসেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম । এদিকে এই ঘটনার দায় কার তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর । যদিও এই ঘটনার দায় কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের নয় বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম । তিনি সংবাদমাধ্যমকে বলেছেন,’ওই ট্যানারির মালিক কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন নয় । কেএমডিএ পাইপটাকে লিঙ্ক করছে৷ লাইন টাকে তৈরি করছে । কেএমডিএ এটাকে দেখভাল করছে না এখন ।’
জানা গেছে, আজ সকাল ৯:৩০-১০ টা নাগাদ কলকাতা লেদার কমপ্লেক্সের ৭ নম্বর জোনের ৭৭৪ নম্বর ট্যানারির বর্জ্য নিষ্কাশনের পাইপ লাইনে ঢুকে পরিষ্কার করতে নেমেছিলেন কয়েকজন ঠিকাদারের অধীনে কাজ করা শ্রমিক । তাদের মধ্যে তিনজন চামড়ার বিকট দুর্গন্ধ অসুস্থ হয়ে পড়ে । সেখানেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন । পরে দমকল কর্মীরা এসে দড়ি দিয়ে বেঁধে তিন মৃত শ্রমিকের দেহ উদ্ধার করে । ওই তিন শ্রমিক দম বন্ধ হয়ে মারা গেছে বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে। লেদার কমপ্লেক্সের শ্রমিকদের অভিযোগ, এখানে তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থাই নেই । এই কারণে প্রতিবছর শ্রমিকদের বেঘোরে প্রাণ যাচ্ছে বলে অভিযোগ তাদের ।।