দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২২ সেপ্টেম্বর : কলকাতায় চিকিৎসার জন্য যাওয়ার নাম করে চার চাকা গাড়িতে করে গাঁজা পাচারের সময় ৩ মহিলাসহ ৪ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম পারুল সিকদার,দুর্গা সিকদার এবং আলোরানি সূত্রধর। তাদের বাড়ি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় । গাড়ির চালক রকি পালের মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা । ধৃতদের মধ্যে একজন মহিলা মূক ও বধির বলে জানা গেছে । গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ৩৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ । আটক করা হয়েছে লাল রঙের ওই চারচাকা গাড়িটি ।
পুলিশ সুত্রে খবর,বুধবার রাতে গোপন সুত্র থেকে কেতুগ্রাম থানায় খবর আসে লাল রঙের একটি শেভ্রোলেট গাড়িতে চড়ে একটি দল গাঁজা পাচার করতে যাচ্ছে । খবর পেতেই সালার-কাটোয়া রাজ্য সড়কের পাঁচুন্দি মোড়ের কাছে অপেক্ষা করতে থাকে পুলিশ বাহিনী । এরপর গাড়িটি আসতেই পুলিশ আটকে চালক ও আরোহীদের জিজ্ঞাসাবাদ শুরু করে । তারা জানায় চিকিৎসার জন্য কলকাতায় যাচ্ছে । কিন্তু প্রেসক্রিপশনও দেখায় তারা । কিন্তু তাদের কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের । শেষে তল্লাশি চালাতেই সিটের তলা থেকে একাধিক ছোট ছোট প্যাকেট বন্দি গাঁজা উদ্ধার হয় । এরপর পুলিশ চালকসহ ৪ জনকে গ্রেফতার করে । বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান এনডিপিএস আদালতে তুলে ৩ জনকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ ।
পুলিশ সুত্রে জানা গেছে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে সম্প্রতি মণিপুর থেকে বিপুল পরিমান গাঁজা ঢুকেছে এরাজ্যে । উত্তরবঙ্গ থেকে সেই গাঁজা হাতবদল হয়ে পাচার করে দেওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে । তার মধ্যে ওই ৩০ কেজি গাঁজা এসেছিল মুর্শিদাবাদ জেলার সালার স্টেশনে । পুলিশের নজর এড়াতে পাচারকারীরা ৩ মহিলাকে ব্যবহার করেছিল । এরপর চিকিৎসা করতে যাওয়ার গল্প ফাঁদে পাচারকারীরা । কিন্তু গোপন সুত্র থেকে পুলিশের কাছে খবর চলে পাচারকারীদের সেই উদ্দেশ্য সফল হয়নি । পুলিশ জানিয়েছে,এই চক্রের পান্ডাদের হদিশ পেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে ।।