প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০২ জুন :অবৈধ ভাবে নদী থেকে ট্র্যাক্টরে বালি লোড করে পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো ট্র্যাক্টরসহ তিন চালক।পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার পুলিশ তিনটি ট্র্যাক্টরের চালক আমিরুল সেখ,মধু বাগ ও আসাদুল সেখ কে গ্রেপ্তার করেছে । ধৃতরা নাদনঘাট থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা । পুলিশ বালি বেঝাই তিনটি ট্র্যাক্টরই বাজেয়াপ্ত করেছে । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ বুধবার তিন ধৃতকে পেশ করে কালনা মহকুমা আদালতে। বিচরক তিন ধৃতেরই ২ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়েছে, নাদনঘাট থানার পুলিশ
মঙ্গলবার হেমাতপুর জোড়া ব্রিজ পয়েন্টের কাছে নাকা চেকিং চালাচ্ছিলো।সেইসময় নদীয়ার দিক থেকে নাদনঘাটের দিকে আসছিল সাদা বালি বোঝাই তিনটি ট্র্যাক্টর। নাকা চেকিংয়ে থাকা পুলিশ আধিকারিকরা ট্র্যাক্টরগুলি দাঁড় করানোর কথা বললে চালক গতী বাড়িয়ে পালানোর চেষ্টা করে । এরপরেই পুলিশ পিছু ধাওয়া করে ৩ টি ট্র্যাক্টরই আটকায় । চালকদেরও ধরে ফেলে পুলিশ ।বালি বহন সংক্রান্ত বৈধ কোনও কাগজপত্র চালকরা দেখতে না পারার পুলিশ তিনটি ট্র্যাক্টর চালককে গ্রেপ্তার করে।একই সঙ্গে পুলিশ সাদা বালি বোঝাই তিনটি ট্র্যাক্টরও বাজেয়াপ্ত করে। চলতি আংশিক লকডাউনের দিন গুলিতে নদ নদী থেকে বালি তোলার কাজে নিষেধাজ্ঞা রয়েছে ।তা সত্ত্বেও কিভাবে পাচারের জন্য ট্র্যাক্টরে বালি লোড করা হয়েছিল তা পুলিশ খতিয়ে দেখছে ।।