এইদিন ওয়েবডেস্ক,নয়ডা,২৮ আগস্ট : নয়ডার সেক্টর ৯৩-এতে অবস্থিত টুইন টাওয়ারগুলি আজ দুপুর ২.৩০ নাগাদ ভেঙে ফেলা হবে । টাওয়ার দুটি ভাঙতে ৩ হাজার ৭০০ কেজির বেশি ওজনের বিস্ফোরক ব্যবহার করা হবে । দুটি ভবনের স্তম্ভে প্রায় ৭ হাজার ছিদ্রের ভেতর বিস্ফোরক ঢোকানো হয়েছে । ২০ হাজার সার্কিট স্থাপন করা হয়েছে সেখানে । বিস্ফোরণের পর স্তম্ভগুলো ‘ওয়াটারফল টেকনিক’ অর্থাৎ সোজাসুজি নিচে পড়বে ।
এমারাল্ড কোর্টের ক্রেতারা তাদের নিজস্ব খরচে টুইন টাওয়ার নির্মাণকারী সুপারটেক নির্মাতার বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছিলেন। অভিযোগ,২০০৪ সালের ২৩ নভেম্বর জমি বরাদ্দ হওয়ার পর ৯ তলা বিশিষ্ট ১৪ টি টাওয়ার নির্মাণের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছিল । কিন্তু সংশ্লিষ্ট দপ্তর ও নির্মান সংস্থার যোগসাজশে বিধি লঙ্ঘন করে নির্মাতা প্রতিষ্ঠান প্রতিটি টাওয়ারে ৪০ তলা নির্মাণের পরিকল্পনা করেছিল । দুটি টাওয়ারের মধ্যে অ্যাপেক্স টাওয়ারে এখন ৩২টি তলা আছে আর সেয়ান নামের টাওয়ারে আছে ২৯ টি তলা। অ্যাপেক্স ভবনটি ১০৩ মিটার এবং সেয়ান ভবনটি ৯৭ মিটার দীর্ঘ ।
এদিকে ফ্ল্যাট ক্রেতারা ২০০৯ সালে RWA গঠন করে কিন্তু তার পরেও অবৈধ নির্মাণ অব্যাহত ছিল । ২০১২ সালের ডিসেম্বরে বিষয়টি এলাহাবাদ হাইকোর্টে পৌঁছায় । ২৪ জন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয় । ওই বছরেই এলাহাবাদ হাইকোর্ট টাওয়ারটি ভেঙে ফেলার নির্দেশ দেয় । পরে ২০২১ সালের ৩১ আগস্ট সুপ্রিম কোর্ট টাওয়ারটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল । এদিন আদালতের সেই নির্দেশ কার্যকর করা হচ্ছে ।
এদিকে প্রকল্প প্রকৌশলীর দেওয়া তথ্য অনুযায়ী, ৯ সেকেন্ড ধরে ভবন দুটি ভেঙে পড়বে। প্রায় ১২ মিনিট ধরে ধ্বংসাবশেষ থেকে ধুলা উড়বে। তবে তা নির্ভর করবে বাতাসের গতির উপর৷ বিধ্বস্ত ভবনের এলাকায় প্রায় ৫৫ হাজার টন আবর্জনা তৈরি হবে। এগুলো পরিষ্কার করতে তিন মাস সময় লাগতে পারে । বিস্ফোরণের কারণে ৩০ মিটার ব্যাসার্ধের জায়গা জুড়ে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হবে । রিখটার স্কেলে কম্পনের শূন্য দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হবে বলে মনে করা হচ্ছে । ফলে সংশ্লিষ্ট এলাকার প্রায় সাত হাজার বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে। প্রায় আড়াই হাজার গাড়িকে ওই এলাকার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ভবন গুঁড়িয়ে দেওয়ার পর আশপাশের ভবনে বিকেল চারটা নাগাদ গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ আবারও সচল করা হবে। আর সাড়ে পাঁচটা নাগাদ স্থানীয় লোকজন নিজ এলাকায় ফিরে আসতে পারবেন বলে খবর ।।