এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,১৮ সেপ্টেম্বর : ফ্রান্সে ৩ জন কিশোর সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে । আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের শুরুর মাঝে ফ্রান্সের জুয়ে-লেস-ট্যুরস (ইন্দ্রে-এট-লোয়ার) থেকে তাদের গ্রেপ্তার করা হয় । ধৃত কিশোরদের প্যারিসে সন্ত্রাসবিরোধী আদালত দ্বারা অভিযুক্ত করা হয়েছে । ওই তিন কিশোর উগ্রপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং হিংসাত্মক পরিকল্পনা করছিল বলে জানতে পেরেছে তদন্তকারী দল । এছাড়া ইসলামি স্টেটের কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে তারা সিরিয়াতে গিয়ে যুদ্ধে অংশগ্রহণে আগ্রহী ছিল বলে খবর ।
এএফপি শুক্রবার মামলার ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানতে পেরেছে যে ওই কিশোরদের ঘর থেকে বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার হওয়ার পর তাদের ফ্রান্সের জেনারেল ডিরেক্টরেট অফ ইন্টারনাল সিকিউরিটি (DGSI) ফোর্স গ্রেপ্তার করে । পরে তিনজনকেই প্যারিসের আদালতে তোলা হয় এবং অভিযোগ সত্যি প্রমাণিত হলে তাদের দোষী সব্যস্ত করেন বিচারক । অভিযুক্ত কিশোরদের মধ্যে দুজনকে কারাগারে এবং তৃতীয় জনকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে ।
সূত্রটি এএফপিকে জানিয়েছে,তাদের ঘর থেকে প্রাপ্ত তথ্য প্রমাণে নিশ্চিত হওয়া গেছে যে ধৃতরা ইসলামি কট্টরপন্থী ভাবধারা প্রচারের কাজে লিপ্ত ছিল এবং জিহাদের নামে নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছিল । তারা ভিডিও গেম প্ল্যাটফর্ম,একটি টেলিগ্রাম চ্যানেলসহ অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কট্টর ইসলামি প্রচার চালিয়ে যাচ্ছিল এবং এজন্য তারা একটি এনক্রিপ্টেড মেসেজিংয়ে গ্রুপ তৈরি করেছিল।
একজন কিশোর “ইসলামিক স্টেটের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছিল” এবং সে সিরিয়ায় “আইএস-এ যোগ দিতে” চেয়েছিল । অন্য দু’জন ফ্রান্সে নাশকতা চালানোর পরিকল্পনা করেছিল এবং ঘরে বসে বিস্ফোরক তৈরির প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে সূত্রটি । এদিকে এত অল্প বয়সের মুসলিম কিশোরদের সন্ত্রাসবাদে লিপ্ত হয়ে পড়ায় চিন্তায় পড়ে গেছে ফরাসি কর্তৃপক্ষ ।।