এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ আগস্ট : আগামী ২৭ আগস্ট “নবান্ন অভিযান”-এর ডাক দিয়েছিল ‘ছাত্রসমাজ’ নামে একটা অজ্ঞাত গোষ্ঠী । তৃণমূলের দাবি ছিল যে এটা বিজেপির কারসাজি । সিপিএমও একই দাবি করে “নবান্ন অভিযান”-এ সামিল হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল । যদিও বিজেপি বা আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ(এবিভিপি) জানিয়ে দেয় যে তারা “নবান্ন অভিযান”-এর ডাক দেয়নি, তবে তারা সেই অভিযানে সামিল হবে । “নবান্ন অভিযান” নিয়ে ধোঁয়াশার মাঝে তিন পড়ুয়া প্রকাশ্যে এসে যাবতীয় বিতর্কে জল ঢেলে দিয়েছেন । শুক্রবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে তিন পড়ুয়া… বীরভূমের প্রবীর দাস,কলকাতার সায়ন লাহিড়ী এবং নদীয়ার শুভঙ্কর হালদার প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন যে তারাই “নবান্ন অভিযান”-এর ডাক দিয়েছেন । তারা জানিয়েছেন,রাজনীতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই । তারা ফেসবুক বন্ধু । আরজি কর হাসপাতালে বর্বরোচিত ঘটনার প্রতিবাদে কিছু করার তাগিদ থেকেই তারা আলোচনা করে এই এই সিদ্ধান্ত নিয়েছেন । কিন্তু তাদের এই আহ্বান যে সোশ্যাল মিডিয়ায় এত ভাইরাল হয়ে যাবে তা তারা কল্পনা করতে পারেননি বলে জানান । রাজনৈতিক মতভেদ ভুলে সকল স্তরের মানুষকে তারা “নবান্ন অভিযান”-এ সামিল হওয়ার আহ্বান জানান ওই তিন পড়ুয়া ।
জানা গেছে,বীরভূমের প্রবীর দাস কল্যানী বিশ্ববিদ্যালয়ের এমএ পড়ুয়া । কলকাতার সায়ন লাহিড়ী মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ছেন । তৃতীয়জন নদীয়ার শুভঙ্কর হালদার কল্যানী বিশ্ববিদ্যালয়ের বিএড করছেন । তাদের একটাই দাবি… ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ ।
সাংবাদিক সম্মেলনে সায়ন বলেছেন,’সব প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের ছাত্রশাখা নবান্ন অভিযানে যোগ দিক, এটাই আমরা চাই । রাজনৈতিক দলের নেতা -কর্মীরাও আসতে পারেন। তবে ওই একটা দিনের জন্য তাঁরা যেন দলীয় পতাকা বাড়িতে রেখে আসেন ।’ শুভঙ্কর বলেছেন,’রাজনৈতিক নেতারা যেন অবশ্যই তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আসেন। কারণ, আমরা চাই না এই সামাজিক আন্দোলনে কোনও রাজনৈতিক রং লাগুক।’ তারা জানিয়েছেন,আগামী মঙ্গলবার কলকাতার কলেজ স্ট্রিট এবং হাওড়ার সাঁতরাগাছিতে দুপুর ১টায় জমায়েত হবে এবং তারা সেখান থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা হবেন । এর আগে কলকাতার রিমঝিম সিনহা সিনহা নামে জনৈক এক তরুনী ‘রাতে মেয়েদের রাস্তা দখল’-এর ডাক দিয়েছিলেন । তার সেই ডাকে গোটা রাজ্য জুড়ে মানুষ ১৪ আগস্ট রাস্তায় নেমে আসেন ।
উল্লেখ্য,বাংলাদেশের যে কোটা বিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনার পতন এবং দেশত্যাগ করতে হয়, তার সূত্রপাত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে । আর এই আন্দোলনের মূল কান্ডারী ছিলেন তিন পড়ুয়া… নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার । কাকতালীয়ভাবে এরাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেও “নবান্ন অভিযান”-এর ডাক তিন পড়ুয়াই দিয়েছেন । এখন প্রশ্ন,পশ্চিমবঙ্গেও কি হবে বাংলাদেশের পুনরাবৃত্তি ?