এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ জুন : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পলসোনা গ্রামে । মঙ্গলবার সকালে আচমকা আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল এক কৃষকের ৩ টি খড়ের পালুই । প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায় । পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে ঘন্টা দেড়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । স্থানীয় বাসিন্দা ও দমকলকর্মীদের তৎপরতায় আশপাশের ঘরবাড়ি অল্পের জন্য অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়ে যায় । তবে আগুন লাগার কারন স্পষ্ট নয় ।
স্থানীয় সূত্রে খবর,পলসোনা গ্রামের বাসিন্দা উত্তম ঘোষের খামারে মাদু ঘোষ নামে এক কৃষক বোরো ধান তোলার পর তিনটি খড়ের পালুই দিয়েছিলেন । এদিন কোনো ভাবে একটি পালুইয়ে আগুন ধরে যায় । এদিকে বিগত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ চলায় আগুন দ্রুত পাশের দুটি পালুইয়ে ছড়িয়ে পড়ে । আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । প্রথমে গ্রামবাসীরা পুকুর থেকে বালতি করে জল তুলে এনে আগুন নেভানোর চেষ্টা করে । পরে খবর পেয়ে কাটোয়া দমকল অফিস থেকে একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।।