এইদিন ওয়েবডেস্ক,মানিকচক(মালদা),০১ সেপ্টেম্বর : জলপথে চোরাই বাইক পাচারের সময় আন্তরাজ্য বাইক পাচার চক্রের ৩ পান্ডাকে হাতেনাতে ধরে ফেললো মালদা জেলার মানিকচক থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শেখ বাসির আলী,ওয়াসিম আলী ও আলমগীর শেখ । ধৃতরা মানিকচক থানার রাজনগর ও বড়বাগান এলাকার বাসিন্দা । মঙ্গলবার রাতে মানিকচকে গঙ্গার ঘাট থেকে বাইকসহ ওই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় ।
পুলিশ সুত্রে খবর,কিছুদিন ধরেই বাংলা- ঝাড়খন্ড অন্তরাজ্য চোরাই বাইক পাচার চক্র সক্রিয় উঠেছিল । জলপথে চোরাই বাইক পাচারের চেষ্টা চালাচ্ছিল দুষ্কৃতীরা । কিন্তু জলপথে পুলিশের কড়া নজরদারির কারনে তারা বাইক পাচার করতে সাহস পাচ্ছিল না ৷ জানা গেছে, মঙ্গলবার রাত ৯ টা নাগাদ গোপন সুত্র থেকে মানিকচক থানার পুলিশের কাছে খবর আসে ঝাড়খন্ডের রাজমহল থেকে ৩ টি চোরাই বাইক গঙ্গানদী পথে নৌকায় চাপিয়ে মানিকচকে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছে । এই খবর আসতেই মানিকচক থানার আইসি অক্ষয় পালের নেতৃত্বে পুলিশবাহিনী মানিকচক ঘাটে হানা দেয় । পুলিশ সেখানে গিয়ে নৌকায় ৩ টি নম্বর প্লেটবিহীন বাইক দেখতে পায় । পুলিশ বাইকগুলির কাগজপত্র দেখতে চায় । কিন্তু ৩ বাইক আরোহী বাইকের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি । তখন পুলিশ ওই ৩ জনকে গ্রেফতার করে । আটক করা হয় ৩ টি বাইক । জলপথে বাইক পাচার চক্রের জাল কতদূর বিস্তৃত তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।।