এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৫ ডিসেম্বর : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সশস্ত্র হামলাকারীদের সঙ্গে পাকিস্তানি পুলিশের সংঘর্ষের পর এই অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছে । আজ শুক্রবার ভোরে ডেরা ইসমাইল খানের “কাছের ট্যাঙ্ক” এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পাকিস্তানি পুলিশ বলেছে যে তিনজন সশস্ত্র হামলাকারীও নিহত হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ইফতিখার শাহ বলেছেন যে বেশ কয়েকজন সশস্ত্র হামলাকারী প্রথমে থানার প্রবেশদ্বারটি উড়িয়ে দেয়,পরে তারা পুলিশের উপর গুলি চালাতে শুরু করে । পুলিশ পালটা গুলি চালালে সংঘর্ষের ঘটনা ঘটে । তিনি বলেন,’আমাদের গার্ড ফোর্স তাদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সশস্ত্র সংঘর্ষে লিপ্ত ছিল ।’ সংঘর্ষে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে তিনি জানান।
এদিকে, দিরা সামাইল খানের পুলিশ কমান্ডার আখতার হায়াত বলেছেন যে তিন হামলাকারী নিহত হয়েছে এবং পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আহত দুই হামলাকারীসহ বাকিদের খোঁজ করছে।
আনসারুল্লাহ নামক একটি দল এই হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে যে পাকিস্তানি বাহিনীর উপর এটি তাদের প্রথম হামলা । তবে পুলিশ দাবির সত্যতা নিশ্চিত করেনি।
দিন দুয়েক দুই আগে একই এলাকায় টিটিপি সদস্যদের হামলায় অন্তত ২৩ জন পাকিস্তানি সেনা নিহত এবং ২০ জনেরও বেশি আহত হওয়ার পর আজ এই হামলার ঘটনা ঘটেছে ।
খাইবার পাখতুনখাওয়ার ওই হামলার পর পাকিস্তান দাবি করেছিল যে হামলাকারী আফগান তালিবানের সদস্য এবং এই দলটির উচিত আফগানিস্তানে থাকা টিটিপি নেতাদের ইসলামাবাদের কাছে হস্তান্তর করা। যদিও তালিবান কর্তৃক পাকিস্তানের সেই দাবি প্রত্যাখ্যান করেছে ।।