এইদিন ওয়েবডেস্ক,গুরুগ্রাম,০২ আগস্ট : হরিয়ানার নূহতে সাম্প্রদায়িক হিংসার আগুন ছড়াল গুরুগ্রামে । মঙ্গলবার রাতে গুরুগ্রামের সেক্টর ৫৭ এলাকার আঞ্জুমান মসজিদে ৭০-৮০ জনের একটি দল ঢুকে ২৬ বছর বয়সী ইমাম মৌলানা সাদকে কুপিয়ে হত্যা করেছে । তাঁর বাড়ি বিহারে । আহত হয়েছেন অঞ্জুমান জামা মসজিদের তত্ত্বাবধায়ক মহম্মদ খুরশিদও । আহত ব্যক্তির অবস্থা গুরুতর এবং তাঁর গুরুগ্রামের ডাব্লু প্রতিক্ষা হাসপাতালে (W Pratiksha Hospital) চিকিৎসা চলছে । শেষে উন্মত্ত জনতা মসজিদটিতে আগুন ধরিয়ে দেয় । গুরুগ্রাম পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকাল আনুমানিক ১২.১০ নাগাদ কিছু লোক গুরুগ্রামের সেক্টর ৫৭ তে অবস্থিত আঞ্জুমান মসজিদে হামলা চালায়, একজনকে হত্যা করে এবং অন্যজনকে আহত করে। তারা অগ্নিসংযোগ শুরু করে,এবং পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে ।’গুরগাঁও পুলিশ কমিশনার কালা রামচন্দ্রন জানিয়েছেন, এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে । হিংসার ঘটনায় এনিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি ।
সোমবার নুহ জেলায় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) দ্বারা আয়োজিত মহাদেবের জলাভিষেক যাত্রায় ভিন সম্প্রদায়ের লোকজনের হামলার পর আশপাশের অনান্য জেলাগুলিতে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে । হিংসায় দুই হোম গার্ড নিহত হওয়ার পর কর্তৃপক্ষ মঙ্গলবার নূহ শহরে কারফিউ জারি করেছে । নিহত হোম গার্ড এর নাম নীরজ ও গুরুসেবক। তাঁরা খেদালী দৌলা থানায় কর্মরত ছিলেন । নূহ শহরে হিংসায় দশজন পুলিশসহ মোট ২৩ জন আহত হয়েছেন । রাজ্যের বিভিন্ন জেলায় দাঙ্গার ঘটনায় পুলিশ মোট ৪৪ টি এফআইআর নথিভুক্ত করেছে এবং ৭০ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর । জেলায় হিংসায় কমপক্ষে ১২০ টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৮ টি পুলিশের গাড়িসহ ৫০ টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় । হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ মঙ্গলবার বলেছেন যে নুহ জেলায় কারফিউ জারি করা হয়েছে ।।