এইদিন ওয়েবডেস্ক,বিজাপুর,১৬ মে : চলতি বছরের মার্চ মাসে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় বিজেপি নেতাকে হত্যার সাথে জড়িত তিন নকশালকে গ্রেপ্তার করা হয়েছে । ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স, ছত্তিশগড় সশস্ত্র বাহিনী (সিএএফ) এবং রাজ্য পুলিশের সমন্বয়ে গঠিত একটি দলের অভিযানের সময় বিজাপুরের টয়নার থানার অন্তর্গত চিন্তনপল্লী গ্রামে ওই নকশালদের গ্রেপ্তার করা হয়েছে বলে ছত্তিশগড়ের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হল দণ্ডকারণ্য আদিবাসী কিষাণ মজদুর সংগঠনের সদস্য মুন্না মুদমা (৩২),সেনা কমান্ডার রাজু মুদমা (৩১) এবং নকশাল সংগঠনের সদস্য লক্ষ্মু মুদমা (৩৯) ৷তিনজনই চিন্তাপল্লির বাসিন্দা। এই তিনজন মিলেই পয়লা মার্চ টোয়নার গ্রামে জনপদ পঞ্চায়েত সদস্য তিরুপতি কাতলার হত্যার সাথে জড়িত ছিল বলে তিনি জানান ।
আধিকারিক জানিয়েছেন যে কাতলা ক্ষমতাসীন বিজেপির একজন নেতা ছিলেন, তিনি যখন টয়নারে একটি বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন তখন সশস্ত্র নকশালদের দ্বারা আক্রান্ত হন ।।

