এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৬ আগস্ট : একই রাতে পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় ৩ দুষ্কৃতিকে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ । ধৃতদের নাম নবিরুল হাসান খান, নাজিমুদ্দিন মল্লিক ও শেখ আজিজুল । ধৃতদের মধ্যে আজিজুল ও নাজিমুদ্দিনের বাড়ি যথাক্রমে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় ও কাটোয়া থানার নতুনগ্রামে । প্রথম জন নদিয়া জেলার বালিডাঙ্গা এলাকার বাসিন্দা । তবে তারা পূর্ব বর্ধমানের মেমারি শহরের একটি বাড়িতে ভাড়া থাকতো বলে পুলিশ সুত্রে খবর । বৃহস্পতিবার ভোররাতে ওই বাড়িতে হানা দিয়ে তাদের গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ । ধৃতদের এদিন কাটোয়া মহকুমা আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক ধৃতদের ৬ দিনের পুলিস হেফাজত মঞ্জুর করেন ।
গত ১৩ আগস্ট শুক্রবার রাতে কাটোয়ার দুই ব্যক্তির বাড়িতেও দুঃসাহসিকভাবে চুরির ঘটনা ঘটে । ওই দুই ব্যক্তিরা হলেন পাজোয়া মোড়ের নয়ন দাস ও মেঝেরি গ্রামের বাসিন্দা পেশায় পশু চিকিৎসক উত্তম মণ্ডল । উত্তমবাবু জানান,তাঁর দুটি ঘরের তালা ভেঙে প্রায় আড়াই ভরি সোনার গহনা ও ৫০ হাজার টাকা চুরি গেছে । একই কায়দায় নয়নবাবুর বাড়ি থেকে নগদ প্রায় ১০ হাজার টাকা ও কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা । পরের দিন দুই ব্যক্তির কাছ থেকে অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে কাটোয়া থানার পুলিশ ।
জানা গেছে, মোবাইল ফোনের সূত্র ধরে প্রথমে চুরিতে জড়িতদের চিহ্নিত করে পুলিশ । পরে টাওয়ার লোকেশন থেকে ওই ৩ দুষ্কৃতির হদিশ মেলে । শেষে এদিন ভোরে মেমারি শহরের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে ।।