এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৬ আগস্ট : দুটি পথভ্রষ্ট গরু জবাই করে মাংস খাওয়ার পরিকল্পনা করেছিল দুই মুসলিম যুবক। সেই মত তারা গরু দুটিকে জবাই করে । কিন্তু নৃশংস হত্যার পর তাদের মনে হয় যে গুরু দুটি মাংস খাওয়ার যোগ্য নয় । সেই কারনে তারা জবাই করা গরুদুটি রাস্তার ধারে ফেলে পালিয়ে যায় । কর্ণাটকের নেলামঙ্গলার আরালাসন্দ্রা গ্রামের ঘটনা । পরে সৈয়দ নওয়াজ(৩৫) এবং ইমরান খান(৩০)সহ ৩ যুবককে গ্রেফতার করেছে নেলামঙ্গলা গ্রামীণ থানার পুলিশ ।
কন্নড় সংবাদপত্র কানাডা প্রভার অনলাইন এডিশনে বলা হয়েছে,নেলামঙ্গলার আরালাসন্দ্রা গ্রামের একটি সেতুর উপর দুটি পথভ্রষ্ট গরুর মৃতদেহ পাওয়া গেছে। বলা হচ্ছে যে গ্রেপ্তারকৃতরা গরুগুলিকে জবাই করে মাংস বিক্রি করার জন্য কেরালায় নিয়ে যাচ্ছিল সৈয়দ নওয়াজ, ইমরান খান ও তাদের এক বন্ধু । কিন্তু গরুদুটির গলা কাটার পর তারা সেই মাংস খাওয়ার অযোগ্য মনে করে লাশ দুটি ফেলে দিয়ে পালিয়েছিল।।