এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,২৭ জুন : লোকপুরে অস্ত্রসহ ধৃত তিন দুষ্কৃতিকে পুলিশ হেফাজতে পাঠাল বীরভূম জেলার দুবরাজপুর আদালত । ধৃত ৩ দুষ্কৃতি শেখ শামসের,শেখ আজিজুল ও শেখ রিন্টুকে এলাকার বারাবন জঙ্গল থেকে গ্রেফতার করেছিল লোকপুর থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি করে সেভেন এমএম, ও নাইন এমএম পিস্তল ও ১৮ রাউন্ড কার্তুজ । আগ্নেয়াস্ত্রের সঙ্গে এত সংখ্যক কার্তুজ নিয়ে তারা কি উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে অপেক্ষা করছিল তা ভাবাচ্ছে পুলিশকে ।
আদালত সুত্রে জানা গেছে, পুলিশ ধৃতদের বিরুদ্ধে ২৫(১ এ) ও অস্ত্র আইনের ৩৫ নম্বর ধারায় মামলা দায়ের করেছে । রবিবার ধৃতদের দুবরাজপুর আদালতে তুলে সাত দিনের জন্য নিজেদের হেফাফতে চেয়ে আবেদন জানায় পুলিশ । কিন্তু বিচারক ৩ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন । তারা রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র নিয়ে জঙ্গলের মধ্যে কি উদ্দেশ্যে অপেক্ষা করছিল পুলিশ তা জানার চেষ্টা করছে । পাশাপাশি আগ্নেয়াস্ত্রের উৎস ও চক্রের সঙ্গে সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।