সংকল্প দে,দক্ষিণ ২৪ পরগণা,২০ জানুয়ারী : হিরোইন সহ ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগর থানার পুলিশ । জয়নগর থানার হোগলা এলাকা থেকে তাদের পাকড়াও করা হয় । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম জহির উদ্দিন শেখ, শামীম মন্ডল এবং বাপ্পা শেখ । ধৃতদের কাছ থেকে ১১০ গ্রাম হিরোইন উদ্ধার হয়েছে । যার আনুমানিক বাজাত মূল্য এক লক্ষ টাকা । আজ সোমবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয় ।
পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সূত্রে জয়নগর থানার পুলিশের কাছে খবর আসে যে কয়েকজন যুবক হেরোইন পাচারের মতলবে হোগলা এলাকায় ঘোরাঘুরি করছে । খবর পেয়ে পুলিশের একটা দল সেখানে হানা দেয় । তিন দুষ্কৃতী পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে । কিন্তু পুলিশ তাদের ধরে ফেলে । এরপর পুলিশ তাদের শরীরের পোশাকে তল্লাশি চালাতেই হেরোইন ভর্তি তিনটে কাগজের খাম এবং একটা প্যাকেট দেখতে পায় । পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে ।
পুলিশ জানিয়েছে,তারা কোথা থেকে হেরোইন এনেছিল এবং কোথায় পাচারের মতলব করেছিল তা জানার চেষ্টা চলছে । পাশাপাশি এই চক্রে আর কারা যুক্ত তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ ।।