এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৫ অক্টোবর : বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ তিনজন স্থানীয় অস্ত্রপাচারকারীকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার পুলিশ । পুলিশ জানায়, ধৃতরা হল জাহাবুল মণ্ডল(৩২), মুকুল মণ্ডল(৩২) ও হকদার শেখ (৪৯) । তাদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি মুর্শিদাবাদ জেলার রঞ্জিতপাড়া থানা এলাকায় । তৃতীয় জন একই জেলার মাঝপাড়া থানা এলাকার বাসিন্দা । ধৃতদের কাছ থেকে ৮ টি ৭.৬৫ এমএম দেশি রাইফেল,মোট ৮ রাউন্ড কার্তুজ,১৬ টি ম্যাগাজিন, ১২ টি এফআইসিএন এবং জামালপুর থেকে রামপুরহাটের ডেলি প্যাসেঞ্জারের একটি টিকিট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । আজই ধৃতদের আদালতে তুলে ১০ দিনের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ।
মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল সাংবাদিক সম্মেলনে জানান,আজ রবিবার গোপন সূত্র থেকে খবর পেয়ে বহরমপুর থানার এসওজি বহরমপুর বাসস্ট্যান্ডে অভিযান চালায় । সেখানে বিপুল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার করা হয় জাহাবুল মণ্ডল(৩২) ও মুকুল মণ্ডল(৩২)কে । তাদের জেরা করে হকদার শেখের (৪৯) হদিশ পেলে তাকে এলাকা থেকে পাকড়াও করা হয় ।
তিনি জানান,ধৃতদের জেরা করে জানা গেছে যে স্থানীয় এলাকায় বিক্রির উদ্দেশ্যে তারা বিহারের মুঙ্গের থেকে অস্ত্র ও কার্তুজ নিয়ে এসেছিল । তারা মুঙ্গের থেকে ট্রেনে রামপুরহাট আসে। এরপর রামপুরহাট থেকে বাসে বহরমপুরে আসে । কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে বাসস্ট্যান্ড থেকেই তাদের বমাল পাকড়াও করা হয় ।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান,জাহাবুল মণ্ডল ও মুকুল মণ্ডল একটি মামলায় জেলে গিয়েছিল । গত মাসে জামিন পেলে তারা জেল থেকে ছাড়া পায় । কিন্তু ফের তারা অস্ত্র পাচারের দায়ে ধরা পড়ে যায় । ধৃতদের সঙ্গে আন্তরাজ্য অস্ত্র পাচার চক্রের কোনো যোগ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি । প্রসঙ্গত,রাজনৈতিক ভাবে অশান্ত জেলাগুলির মধ্যে প্রথম সারিতে আছে মুর্শিদাবাদ । বিধানসভার ভোটের ঠিক কয়েক মাস আগেই বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার খবরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলাজুড়ে ।।