এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১৩ মে : জম্মু- কাশ্মীরের শোপিয়ানে ৩ লস্কর-ই-তৈবা সন্ত্রাসীকে খতম করেছে ভারতীয় সেনা । দুই সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে, এবং ০১ জনের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি । সনাক্ত করা দুই সন্ত্রাসীর মধ্যে একজন হল শোপিয়ানের ছোটিপোরা হীরপোরার বাসিন্দা শহিদ কুট্টের ছেলে মোহাম্মদ ইউসুফ কুট্টে । সে ২০২৩ সালের ৮ মার্চ লস্কর-ই-তৈবায় যোগদান করে । ২০২৪ সালের ৮ মার্চ ড্যানিশ রিসোর্টে গুলি চালানোর ঘটনায় জড়িত ছিল সন্ত্রাসী মোহাম্মদ ইউসুফ, যেখানে দুই জার্মান পর্যটক এবং একজন চালক আহত হন। ২০২৪ সালের ১৮ মে, শোপিয়ানের হীরপোরায় বিজেপি সরপঞ্চের হত্যার সাথেও জড়িত ছিল ওই সন্ত্রাসী । ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি,কুলগামের বেহিবাগে টিএ কর্মীদের হত্যার সাথে তার জড়িত থাকার সন্দেহ রয়েছে ।
দ্বিতীয় সন্ত্রাসী হল শোপিয়ানের ওয়ান্দুনা মেলহোরার বাসিন্দা মহম্মদ শফি দারের ছেলে আদনান শফি দার । সে ২০২৪ সালের ১৮ অক্টোবর লস্কর-ই-তৈবায় যোগ দেয় । শোপিয়ানের ওয়াচিতে অ-স্থানীয় শ্রমিক হত্যার সাথে জড়িত ছিল ওই সন্ত্রাসবাদী । তৃতীয় সন্ত্রাসবাদী স্থানীয় বাসিন্দা নাকি পাকিস্তানি তা এখনো স্পষ্ট নয়। সেনার গুলিতে তিন সন্ত্রাসীর খুলি উড়ে যায় ।।

