এইদিন ওয়েবডেস্ক,কাশ্মীর,০৭ মে : কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে তিনজন সাধারণ মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে পাকিস্তানের অধিকৃত কাশ্মীর ও পাঞ্জাবে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহতের পর এই হামলা চালানো হয় বলে সিএনএন জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তের ওপার থেকে পাকিস্তানি সেনাদের গোলাগুলিতে কাশ্মীরে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ওপারে অবস্থিত পোস্টগুলো থেকে পাকিস্তান সেনাবাহিনী যথেচ্ছ গুলিবর্ষণ এবং কামানের গোলাবর্ষণ করেছে। ভারতীয় সেনাবাহিনী আনুপাতিকভাবে জবাব দিচ্ছে। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, জম্মুর পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করে আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতের সেনাবাহিনী ধাপে ধাপে এর যথাযথ জবাব দিচ্ছে। কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর ইসলামি সন্ত্রাসীদের হামলায় গত ২২ এপ্রিল ২৬ জন হিন্দু নিহত হন। এর পর দু দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। প্রতিদিনই সীমান্তে গোলাগুলি চলছে । পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত । এর মধ্যেই “অপারেশন সিন্দুর” শুরু করেছে ভারত ।
এদিকে ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘অপারেশন সিন্দুর’ শুরু করতেই জম্মুর হিন্দুরা রাস্তায় নেমে ‘ভারতীয় সেনা জিন্দাবাদ’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেয় । প্রসঙ্গত,মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং নির্দেশ দেওয়া হয়েছিল।।