এইদিন ওয়েবডেস্ক,জেরুজালেম,২৩ মে : সোমবার ওয়েস্ট ব্যাঙ্কের উত্তরাঞ্চলীয় নাবলুস শহরের বালাতা শরণার্থী শিবিরে জঙ্গি গোষ্ঠীর ঠিকানায় বড় আকারের অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী । এই অভিযানে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ ইসরায়েলি বাহিনীর অভিযানের পর সোমবার সকালে মৃত ৩ জনের নাম প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় । মৃতদের নাম মোহাম্মদ আবু জায়তুন (৩২), ফাথি আবু রিজক (৩০) এবং আবদুল্লাহ আবু হামদান (২৪) । এছাড়া এই অভিযানের সময় আরও ৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে । বলা হয়েছে, আহতদের মধ্যে ৪ জনের শরীরে গুলি লেগেছে ।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে শত শত ইসরায়েলি সৈন্য এবং বিশেষ বাহিনী অভিযানে অংশ নিয়েছিল । প্রায় ৪ ঘণ্টা ধরে এই অভিযান চলে । ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে ক্যাম্পের প্রবেশপথ অবরোধ করে এবং কিছু বাড়িঘর গুঁড়িয়ে দেয় । উল্লেখ্য, ওয়েস্ট ব্যাঙ্কের নাবলুস এলাকায় বালাতা শরণার্থী শিবিরে প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি বাস করে । ইসরায়েলের অভিযোগ, ওই শরণার্থী শিবির থেকেই দীর্ঘ দিন ধরে নাশকতা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা । সেই কারনে ইসরায়েলি বাহিনী ২০২১ সালের জুন থেকে ওয়েস্ট ব্যাঙ্কে ফিলিস্তিনি শিবিরগুলোতে প্রায় প্রতিদিন অভিযান চালিয়ে যাচ্ছে । ইসরায়েলি বাহিনীর অভিযানে গত বছর অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে । চলতি বছরের শুরু থেকে এযাবৎ ১৫৬ জনের মৃত্যু হয়েছে ।
এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) মুখপাত্র নাবিল আবু রুদেনেহ সোমবারের অভিযানকে একটি ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘নাবলুস শহরের শরণার্থী শিবিরে দখলদার বাহিনী এবং চরমপন্থী বসতি স্থাপনকারীদের ক্রমাগত আগ্রাসন একটি বড় যুদ্ধাপরাধ এবং সম্মিলিত শাস্তি। এটি অবিলম্বে বন্ধ হওয়া উচিত ।’।