এইদিন ওয়েবডেস্ক,ফিলিপাইন,০৩ ডিসেম্বর :
ফিলিপাইনের দক্ষিণে মিন্দানাও বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস হলে সন্ত্রাসবাদী হামলায় অন্তত তিনজন নিহত ও আরও ৯ জন আহত হয়েছে । পুলিশ জানিয়েছে যে আজ রবিবার সকালে ঘটনাটি ঘটে যখন “ক্যাথলিক ইশা” অনুষ্ঠানে অংশ নিতে মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির স্পোর্টস হলে জড়ো হয়েছিল । সেই সময় বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা । লানায়ো দেল সুর-এর গভর্নর মামেন্টাল অ্যাডেং জুনিয়র ঘটনাস্থল এবং বিস্ফোরণের স্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন । ম্যামেন্টাল বলেছেন,’আমি আজ সকালের সহিংস ঘটনার নিন্দা করছি। শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা বন্ধ করতে হবে, নিন্দাও করতে হবে; কারণ এই কেন্দ্রগুলি শান্তির সংস্কৃতি তৈরি করে ।’ ফিলিপাইনের রাজ্য পুলিশ জানিয়েছে, ঘটনাটি ‘ইসলামিক স্টেট’ সমর্থকদের মিলিশিয়া বাহিনীর প্রতিশোধমূলক হামলা হতে পারে ।
ফিলিপাইনের সেনাবাহিনী শনিবার জানিয়েছে যে শুক্রবার, দেল সুরের মাগুইন্দানাও প্রদেশে একের পর এক সামরিক অভিযানে ফিলিপাইনের ইসলামিক স্টেট এবং একটি ইসলামিক স্টেট গ্রুপের সদস্যসহ ১১ জন সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে । তারই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা । এদিকে মিন্দানাও বিশ্ববিদ্যালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রয়েছে ।।