এইদিন ওয়েবডেস্ক,নিউ মেক্সিকো,১৬ মে : আমেরিকায় ফের বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে । এবার হামলার ঘটনাটি ঘটেছে আলবুকার্ক থেকে প্রায় ২৯০ কিলোমিটার (১৮০ মাইল) উত্তর-পশ্চিমে নিউ মেক্সিকোর ফার্মিংটনের একটি আবাসিক এলাকায় । সোমবার সকাল ১১ টা নাগাদ ১৮ বছরের এক কিশোর পথচলতি মানুষের উপর এলোপাথাড়ি গুলি চালায় । গুলিতে ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছে । আহতদের মধ্যে রয়েছে দুই পুলিশকর্মীও । পরে অবশ্য হামলাকারী কিশোরকে গুলি করে মেরে ফেলে পুলিশ । ফার্মিংটনের ডেপুটি পুলিশ চিফ বারিক ক্রাম সংবাদিকদের বলেছেন যে হামলাকারী ছাড়া মোট ৯ জন গুলির শিকার হয়েছেন । তবে এই সংখ্যায় নিহত তিনজনের অন্তর্ভুক্ত আছে কিনা তা স্পষ্ট নয় ।
বন্দুকধারীকে একজন ১৮ বছর বয়সী কিশোর এবং সে একাই এই কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ । এর বেশী তার সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি । এছাড়া নিহত তিনজনের বিষয়েও পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি । পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য স্পষ্ট নয় । ফার্মিংটন পুলিশ বিভাগের একজন এবং নিউ মেক্সিকো স্টেট পুলিশের একজন আহত হয়েছে । ওই দুই কর্মকর্তার সান জুয়ান আঞ্চলিক মেডিকেল সেন্টারে চিকিৎসা চলছে । তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে ।
প্রসঙ্গত,আমেরিকার উটাহ স্টেট লাইনের কাছে প্রায় ৫০,০০০ জনসংখ্যার একটি শহর ফার্মিংটন । এই অঞ্চলের মধ্য দিয়ে দেশে তেল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয় । নিউ মেক্সিকো, অ্যারিজোনা, কলোরাডো এবং উটাহ রাজ্যগুলির মিলনস্থল হওয়ায় ফার্মিংটন অন্যতম একটি বাণিজ্যিক কেন্দ্র।।