এইদিন ওয়েবডেস্ক,লুহানস্ক(ইউক্রেন),১৭ ডিসেম্বর : শনিবার ইউক্রেনের লুহানস্ক প্রদেশের রুশ-নিয়ন্ত্রিত শহর শচস্তিয়ায় ইউক্রেনীয় গোলার আঘাতে অন্তত তিনজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে । আহত হয়েছে অন্তত ৫ জন । টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রাশিয়া-সমর্থিত লুহানস্কের কর্মকর্তারা বলেছেন, লুহানস্কে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি হাইমারস রকেট ছুড়েছে ইউক্রেন। এতে তিনজন নাগরিক নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন । রকেটের আঘাতে কমপক্ষে চারটি বাড়ি ধ্বংস হয়ে গেছে হয়েছে বলে জানিয়েছে রাশিয়া ।
এদিকে ফেব্রুয়ারিতে রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর থেকে শুক্রবার ইউক্রেনে সবচেয়ে বড় আক্রমন চালিয়েছে রুশবাহিনী । ইউক্রেন জুড়ে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া ।ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন,মধ্য ক্রিভি রিহ শহরের একটি ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। খেরসনের দক্ষিণাঞ্চলে গোলার আঘাতে আরেকজন মারা গেছেন। রাজধানী কিয়েভ বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে । যদিও রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের শহরের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের গোলাবর্ষণে অন্তত ১২ জন নিহত হয়েছেন । ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এখনো ব্যাপক হামলা চালানোর মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে রাশিয়ার হাতে । তিনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার জন্য পশ্চিমি দেশগুলির কাছে আহ্বান জানিয়েছেন ।।