এইদিন ওয়েবডেস্ক,কেনিয়া,০২ ফেব্রুয়ারী : পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি গ্যাস সিলিন্ডারবাহী লরি বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে অন্তত তিন শতাধিক মানুষ । বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১ টার দিকে রাজধানী নাইরোবির এমবাকাসি জেলায় এই দুর্ঘটনা ঘটে । লরিতে বিস্ফোরণের পর আশপাশের বাড়িঘর, গাড়ি ও দোকানপাটেও আগুন ধরে যায় । একটি জলন্ত গ্যাস সিলিন্ডার ঘটনাস্থলের কাছাকাছি এক গার্মেন্টস ও টেক্সটাইল গুদামে গিয়ে পড়ে ।
এমবাকাসি পুলিশ প্রধান ওয়েসলি কিমেতো বলেছেন,বিস্ফোরণে মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
কেনিয়া রেডক্রস জানিয়েছে, তারা ২৭১ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে । আর ২৭ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা চলছে । স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের ধোঁয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ২৫ শিশুও আছে ।।